Saturday , 27 September 2025 | [bangla_date]

ফুলবাড়ীতে মরদেহ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে হত্যা মামলার ৫ আসামী গ্রেফতার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ফুলবাড়ীতে মরদেহ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে হত্যা মামলায় এজাহারভুক্ত ৫জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় নিখোঁজের দুইদিন পর উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের একটি ধান খেতের ডোবা থেকে এক যুবকের মস্তকবিহীন দ্বীখন্ডিত মরদেহ উদ্ধার করা হয়। তবে মরদেহের মস্তক এখোনো উদ্ধার করা সম্ভব হয়নি।
এজাহারভুক্ত গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার কাজিহাল ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত ইমার উদ্দিনের ছেলে মো. মাহাবুর রহমান (৪০), রশিদপুর সরকারপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ইস্তিয়াক সরকার (৪০), পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত ওবাইদুল হক সরকারের ছেলে মো. রায়হান সরকার রতন (৪৬), মিরপুর (জলেশ^রী) গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে মো. রাশেদুজ্জামান ডালিম (৪০), রশিদপুর মন্ডল পাড়া গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে মো. আব্দুর হামেদ (৫২)।
জানাগেছে, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় নিজ বাড়ী থেকে আটপুকুরহাট ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি বের হয়ে যায় সবুজ। তারপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। পরবর্তীতে বাড়ির লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পায়নি। এ ঘটনায় পরেরদিন গত বুধবার (২৪ সেপ্টেম্বর)তার পরিবারের লোকজন ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
অপরদিকে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় নিখোঁজের দুইদিন পর উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের একটি ধান খেতের ডোবা থেকে এক যুবকের মস্তকবিহীন দ্বীখন্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের লোকজন মরদেহের শরীরের একটি বিশেষ চিহ্ন দেখে মরদেহটি সাব্বির হোসেন সবুজের বলে পরিচয় সনাক্ত করে। সবুজ ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত ইবনে সাউদ সরকার এর ছেলে।
এ ঘটনায় গত শুক্রবার রাতে নিহতের ছোট ভাই সাদেক হাসান সজিব বাদী হয়ে ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী করে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সুত্র ধরে থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ৫ জনকে গ্রেফতার করে জিঙ্গাসাব শেষে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর আদালতে প্রেরন করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, নিহতের ছোট ভাই সাদেক হাসান সজিব বাদী হয়ে ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী করে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার সুত্র ধরে প্রাথমিক তদন্তে তথ্য প্রযুক্তির সহায়াতায় রাতভর অভিযান চালিয়ে ৫জন কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরন করা হয়েছে। মরদেহের মস্তক এখনো পাওয়া যায়নি, তদন্ত চলমান রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মেবারক আলী চক্ষু হাসপাতালে হুইল চেয়ার হস্তান্তর

তেঁতুলিয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর দৃষ্টিনন্দন আদিবাসী পল্লি

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

গফরগাঁওয়ে ভুমিহীন হিসেবে ঘর পেলেন জাপার সাবেক দু্ইবারের এমপি

হিলিতে রসুন কেজিতে ৫০ টাকা বাড়ল

হরিপুরে টায়ার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের

প্রথমবারের মতো তেঁতুলিয়ায় চাষ হচ্ছে সুপারফুড ‘চিয়া বীজ’

বিখ্যাত অ্যামাজনে চাকরি ডাক পেলেন হাবিপ্রবির খায়রুল বাসার

পাকেরহাট বাজার ও হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নতুন ফিডারের উদ্বোধন

কাহারোলে ইরি-বোরো ধান কাটা মাড়াই শুরু, ভালো ফলন ও দামের আশা করছেন ধানচাষী-কৃষিবিভাগ