দিনাজপুর সদরের বরাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রতন চন্দ্র সরকার। তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণের মাধ্যমে আর্থ-সামাজিক বৈষম্য দূর হবে, পাশাপাশি শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসার ক্ষেত্রে আরও উৎসাহিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রশিদুল ইসলাম। তিনি বলেন, “ইউনিফর্ম শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও সমতা বজায় রাখতে সাহায্য করবে। এতে করে তারা পড়াশোনায় আরও মনোযোগী হবে।”
অনুষ্ঠানের আয়োজনে ও সার্বিক সহযোগিতায় ছিলেন এম. নুরুল আলম সরকার, বিএনপি নেতা ও সমাজসেবক। তিনি ব্যক্তিগত উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণে বিশেষ ভূমিকা রাখেন।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ইউনিফর্ম হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের ঝিলিক।