বাংলাদেশ ব্যাংক রংপুরের সার্বিক তত্ত¡াবধানে ও ইসলামী ব্যাংক পিএলসি দিনাজপুর শাখার আয়োজনে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর জেলায় কার্যরত সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) দিনাজপুর শহরের বালুবাড়ী পল্লী শ্রী মিলনায়তনে এই কর্মমালা অনুষ্ঠিত হয়। কৃষি ঋণ নীতিমালা, এসএমই মাস্টার সার্কুলার, ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিং মাস্টার সার্কুলার এবং মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে দিনাজপুর জেলায় কার্যরত সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুরের নির্বাহী পরিচালক মোঃ আলী মাহমুদ। বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি দিনাজপুরের মহাব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান মজুমদার, বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক সঞ্জয় কুমার রায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এসভিপি ও রংপুরের জোনাল হেড মোঃ মতিউর রহমান ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দিনাজপুর উত্তর জোনের ডিজিএম নাহিদ আফসান।
কর্মশালায় বিদ্যমান আইন ও সার্কুলারের আলোকে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকসমূহের করনীয় বিষয়ক আলোচনা ও ঋন শ্রেণিকরণ ও প্রভিশিং সংক্রান্ত সর্বশেষ মাস্টার সার্কুলার পর্যালোচনা বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংক রংপুরের যুগ্ম পরিচালক এসএম সাযযাদ রহমান, কৃষি ঋন নীতিমালার গুরুত্বপূর্ণ অংশসমূহ পর্যালোচনা, চলমান পুনঃঅর্থায়ন স্বীমসমূহ পর্যালোচনা করেন বাংলাদেশ ব্যাংক রংপুরের যুগ্ম পরিচালক মানিক চন্দ্র রায় ও এসএমই সংক্রান্ত মাস্টার সার্কুলার পর্যালোচনা ও চলমান এসএমই স্বীমসমূহ পর্যালোচনা করেন বাংলাদেশ ব্যাংক রংপুরের যুগ্ম পরিচালক মোঃ হাবিবুর রহমান।
কর্মশালা সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক পিএলসির ভিপি ও দিনাজপুর শাখা প্রধান মুহঃ হাসানুজ্জামান।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ব্যাংকের এফ এ ভিপি মোহাম্মদ আব্দুর রশিদ। জেলায় কর্মরত ৪০ টি তফসিলি ব্যাংক ও তিনটি আর্থিক প্রতিষ্ঠান কর্মশালায় অংশগ্রহণ করেন ।