বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন
মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাক্তি গত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন শিক্ষক নেতাদের আশ্বস্ত করে বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পায় তাহলে শিক্ষকদের সকল যৌক্তিক দাবী পুরণ করা হবে।
গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকালে দিনাজপুর জেলা স্কুল অডিটোরিয়ামে শিক্ষক কর্মচারী ঐক্যজোট জেলা সম্মেলন ২০২৫ এর অনুষ্ঠানে জেলা শাখার সভাপতি ও দিনাজপুর ২- (বিরল বোচাগঞ্জ) আসন হতে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মোঃ মনজুরু ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপিনেতা জাহিদ হোসেন আরো বলেন, ২০২৬ সালের মধ্য ফেব্রয়ারীর মধ্যে নির্বাচন হবে। একবার নিশি রাতের ভোট, একবার আমি ডামি ভোট হয়েছে। কাজেই জনগণ তার হারানো যে অধিকার তা প্রয়োগ করার সুযোগের জন্য উন্মুখ হয়ে আছে। সেই জনগণকে বঞ্চিত করে যারা আবারও বলছে বাংলাদেশে ওয়ান এলাভেন আসছে, কেউ কেউ বলার চেষ্টা করছে আবার নাকি এদেশে সৈরাচারের আবির্ভাব হবে। আমি তাদের সবার জানার জন্য বলি, যারা ওয়ান এলাভেন করেছিলেন তাদের অভিজ্ঞতার কথা মনে আছে-তো। তাদের কি ভাবে যেতে হয়েছে, আজকে তারা কোথায় আছে, সমাজে তারা মুখ দেখাতে পারে না। আর যারা সৈরাচারী কায়দায় সরকারী প্রশাসন যন্ত্র আইন শৃঙখলাকে ব্যবহার করে মনে করেচিলেন যে এটা তাদের বাব-দাদার তালুকদারী সেই সমস্ত মানুষ গুলো আজকে কোথায় আছে। পালিয়ে গেছে অথবা বিভাবে তারা জীবন যাপন করছে সেখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিৎ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট এর চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোটেক মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন এর মহাসচিব আজিজুল হক রাজা প্রমুখ। এসময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ দিনাজপুরের ১৩টি উপজেলার সিংহ ভাগ শিক্ষক ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উস্থিত ছিলেন।