রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ডাকসু নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টি পদে ইসলামী ছাত্র শিবির নিরস্কুশ বিজয় অর্জন করায় ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজে বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধায় শুকরিয়া আদায় ও প্রীতিভোজের আয়োজন করে ঠাকুরগাঁও জেলা ও উপজেলা ইসলামী ছাত্রশিবির ।
ঢাকা বিশ^বিদ্যালয়ের কেন্দ্রিয় ছাত্র সংসদ(ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নিরস্কুশ জয় হওয়ায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ শহিদ মিনারে শুকরিয়া আদায় করে ইসলামী সংগীত পরিবেশন করে প্রীতিভোজের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবির সভাপতি সাদিকুল ইসলাম মুন্না,জামাত নেতা মোশারফ হোসেন, পৌর আমির আব্দুল মাতিন বিশ^াস,প্রভাষক আবু সুলতান,শ্রমিক ফেডারেশনের সভাপতি মতিউর রহমান,যুববিভাগ সভাপতি মোকারম হোসাইন,উপজেলা ছাত্রশিবির সভাপতি শামিম হোসেন পীরগঞ্জ উপজেলা শিবির সভাপতি সাব্বির হোসেন,পৌর সভাপতি রেজাউল ইসলামসহ অনেকেই।