বিকাশ ঘোষ, বীরগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মাধবের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুই শিশু কাহারোল উপজেলার মুর্শিদপুর এছাড়পাড়া গ্রামের রাজ্জাক হোসেনের মেয়ে রুকাইয়া আক্তার (১৩) ও আলমগীরের মেয়ে আলিফ নুর (১২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে নদীতে চার শিশু একসাথে গোসল করতে নামে। এ সময় রুকাইয়া ও আলিফ পানির স্রোতে তলিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে। দুপুর ২টার দিকে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল রুকাইয়া আক্তারের মরদেহ উদ্ধার করে। তবে অপর শিশু আলিফ নুর এখনও নিখোঁজ রয়েছে। বিকেল সাড়ে ৫টা এ রিপোর্ট লিখা প্রর্যন্ত উদ্ধার অভিযান চলমান ছিল।
স্থানীয় বাসিন্দা বিরেন রায় বলেন, নদীতে গোসল করতে নেমেছিল চার শিশু। কিন্তু তাদের দুইজনের সাঁতার জানা ছিল না। সম্ভবত গভীরতার কারণে দুইজন পানিতে তলিয়ে যায়। আরেকজন স্থানীয় গুলজার হোসেন জানান, আমরা দ্রুত ফায়ার সার্ভিস জানালে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে এবং উদ্ধার অভিযান শুরু করে। আশা করছি অপর শিশুটিকেও উদ্ধার করা সম্ভব হবে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।