Monday , 22 September 2025 | [bangla_date]

বীরগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে নারিকেলের চাহিদা

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দুর্গাপূজায় হিন্দুধর্মাবলম্বীদের বাড়িতে নাড়ু-মোয়া বানানোর প্রচলন দীর্ঘদিনের। তাই তো নাড়ু বানানোর অন্যতম উপকরণ নারকেলের চাহিদা বেড়ে যায়। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে দিনাজপুরের বীরগঞ্জে দাম অনেক বেশি হলেও বেড়েছে নারিকেলের চাহিদা। আসছে আগামী ২৮ সেপ্টেম্বর দূর্গা পূজা আর পূজা
উৎসবে অতিথি আপ্যায়নের খাদ্য তালিকায় অন্যতম প্রধান মুখরোচক খাবার হচ্ছে নারিকেলের নাড়ু, মোয়া এছাড়া নারিকেল দিয়ে পায়েশসহ তৈরী করা হয় নানা স্বাদের খাবার। কাজেই পূজা উৎসবে নারিকেলের জুড়ি নেই। তাই পূজার দিন যতই ঘনিয়ে আসছে ততই কদর বাড়ছে নারিকেলের। ক্রেতারা ছুটছেন দোকানে, দরদাম করে কিনছেন নারিকেল। নারিকেলের পাশাপাশি কেনা বেচায় কদর বেড়েছে তিল, চিড়া ও গুড়ের দোকানেও।সরেজমিনে পৌরশহরের দৈনিক বাজারে গিয়ে দেখা যায়,নানা সাইজের নারিকেলের পসরা সাজিয়ে বসেছেন,দোকানে সাধারণ ক্রেতাদের ভীড় বেশি। পুরুষ ক্রেতার পাশাপাশি আছেন নারী ক্রেতাও। এসব দোকানে ছোট আকারের নারিকেল প্রতি জোড়া ২০০ টাকা, মাঝারি সাইজের প্রতি জোড়া ২৫০ টাকা এবং বড় সাইজের নারিকেল প্রতি জোড়া ২৭০ থেকে ২৮০ টাকায় বিক্রয় হচ্ছে। পূজা উপলক্ষে পৌরশহরের মহাসড়কের পাশে বসছে মৌসুমি নারিকেলের দোকান।

উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষত্র গ্রামের কৃষ্ণ চন্দ্র রায় জানান, নারিকেল ছাড়া পূজার কথা ভাবাই যায় না। চার জোড়া নারিকেল কিনলাম। গত বছরের চেয়ে এবছরে দাম অনেক বেশি হয়েছে। গত বছরে নারিকেল ১ জোড়ার দাম ছিল ১৮০ টাকা থেকে ১৯০ টাকা এ বছর সেই নারিকেলের দাম ২৭০ থেকে ২৯০ টাকা। বছরের ব্যবধানে প্রতি জোড়া নারিকেলের দাম বেড়েছে প্রতি জোড়া বর সাইজের ৯০ থেকে ১১০ টাকা। নারিকেল ব্যবসায়ী রফিকুল ইসলাম ও শ্রী বৌদ্ধ সাহা জানান, সারা বছর কমবেশি বেচা কেনা হলেও পূজা উপলক্ষে বিক্রি হয় সবচেয়ে বেশি। আমরা আশা করছি আশানুরূপ বিক্রয় করতে পারবো।
তারা আরও জানান, ডাবের দাম বেড়ে যাওয়ায় মোকাম থেকে বাড়তি দামে নারিকেল কিনতে হয়েছে আমাদের। বর্তমানে দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের চাহিদাও কিছুটা কমেছে। পূজা মৌসুমে যারা ১২ জোড়া নারিকেল কিনতো এখন তারা কিনছেন ৬ জোড়া। উপজেলা পূজা এ বছর উপজেলার ১টি একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন ১৬৩ পূজামণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। সনাতন ধর্মালম্বীদের পূজা পার্বনে মিষ্টি ও মিষ্টান্ন খাবার বেশি তৈরি হয়। সে কারণে নারিকেল ও গুড় হচ্ছে পূজার অন্যতম উপকরণ। এছাড়া অতিথি অপ্যায়নেও নারিকেল ও তিলের তৈরি নাড়ুর কদর অনেক বেশি হয়ে থাকে। এ উপলক্ষে বিক্রির জন্য ট্রাক ভরে নারকেল এনেছেন ব্যবসায়ীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে আহমদিয়া সম্প্রদায়ের জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩ কোটি টাকা ব্যয়ে বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়ক মেরামতের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে

ঘোড়াঘাট পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন

পীরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ গোল্ড মেডেল অর্জন করায় আটোয়ারী প্রেসক্লাবের সভাপতিকে সংবর্ধনা

দিনাজপুরে যৌথবাহিনীর অভিযানে পিস্তলসহ আটক ১

বজ্রপাতে প্রাণহানি কমাতে তালবীজ বপন করল বীরগঞ্জ শুভসংঘ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিপি পদে ঠাকুরগাওয়ের হাবিবুর রহমান

সরকারি হাট-বাজার ইজারায় মূল্য নির্ধারণের নতুন পদ্ধতি

বোচাগঞ্জে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত