Monday , 8 September 2025 | [bangla_date]

বীরগঞ্জে পেটে বাচ্চাসহ গরু জবাই করে মাংস বিক্রি, ব্যবসায়ীর জরিমানা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে গর্ভের বাচ্চাসহ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মোবাইল কোর্টে জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ ২০১১ সালের আইনে ওই মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে মাংসগুলো মাটির গতে পুঁতে ফেলেছে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তানভীর আহমেদ।

সোমবার (৮ সেপ্টেম্বর ) সকালে শহরের বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যবসায়ীর নাম শাহিন মিয়া।

শাহিন পৌরসভার ৫নং ওয়ার্ডের হাটখোর এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে। হাটখোলা এলাকায় মাংসের দোকানে দীর্ঘদিন ধরে মাংসের ব্যবসা করে আসছেন। রবিবার কসাইখানা পরিদর্শক বাজারে গিয়ে গর্ভবতী গরুটি শনাক্ত করেন। এরপর সদর উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি ডাক্তারকে খবর দিলে তিনি পরীক্ষা করে দেখতে পান গরুটি দুই মাসের বাচ্চা গর্ভধারণ করেছিল। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহারিয়ার মান্নান
বলেন, একটি গরু জবাই করা হয়েছে জানতে পেরে সেখানে গরুটি পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, এর পেটে প্রায় তিন মাসের বাচ্চা ছিল।
উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ ফরিদ বিন বলেন, মাংস ব্যবসায়ী শাহিনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মোবাইল কোর্টে দোষ স্বীকার করেন। এরপর তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৬৮ কেজি মাংস জব্দ করে সবার সামনে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে সংলগ্ন এলাকায় মাটিতে পুতে রাখা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভেটোনারি সার্জন নোমান আলী ও পুলিশের একটি টিম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত