বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের জিয়াখুরী গ্রামে রাতের আঁধারে এক কৃষকের লাউগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
এতে ৫০ শতাংশ জমিতে চাষ করা প্রায় ৩৫০টি লাউগাছ নষ্ট হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক রহিদুল ইসলাম (৩৮) বলেন, ধার-দেনা করে ৫০ শতক জমিতে লাউ চাষ করেছিলেন তিনি। আশা ছিল, সামনের মাস থেকে লাউ বাজারে তুলে ঋণ শোধ করবেন। কিন্তু শনিবার( ৩০ আগষ্ট) গভীর রাতে কে বা কারা সব গাছ কেটে নষ্ট করেছে। রবিবার সকালে মাঠে গিয়ে এ দৃশ্য দেখে তিনি হতাশ হয়ে পড়েন কৃষক রশিদুল ইসলাম। তাঁর হিসাব মতে, অন্তত ৩ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।
রহিদুল ইসলাম আরো বলেন, ‘আমার সব শেষ হয়ে গেল। সবে লাউ ধরতে শুরু করেছিল। এখন আমি কীভাবে এই ক্ষতি সামলাব, কীভাবে ধার শোধ করব, বুঝতে পারছি না।’
স্থানীয় কৃষক ইউসুফ আলী বলেন, ‘রহিদুল ভালো মানুষ। সকালে তাঁর কান্নার আওয়াজ শুনে মাঠে গিয়ে দেখি লাউগাছগুলো কেটে ফেলা হয়েছে।’
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।