বিকাশ ঘোষ, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৬৩টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বীরগঞ্জ কেন্দ্রীয় মহানাম যজ্ঞঅনুষ্ঠান অঙ্গন হরিবাসরে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম।
সভায় তিনি প্রতিটি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে নগদ আর্থিক অনুদান প্রদান করেন এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সকলকে সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মহেশ চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোপাল দেব শর্মা, বীরগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য ফন্ট এর সভাপতি মনোজ কুমার রায়, সাধারণ সম্পাদক টিক্কা রামরায়, বীরগঞ্জ কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি ভবেশ চন্দ্র রায়, বীরগঞ্জ উপজেলা জন্মাষ্টমীর সভাপতি বীরেন্দ্রনাথ রায়, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আলিম উদ্দিন।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম বলেন, সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় সবথেকে বড় পূজা শারদীয় দুর্গা উৎসব , সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের চিরাচরিত ঐতিহ্য, তাই এ উৎসবে কোনো বিশৃঙ্খলা বা ভয়ের স্থান নেই। উপজেলা বিএনপি সর্বদা সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। আমি প্রত্যাশা করি, সকল পূজামণ্ডপে শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ বজায় থাকবে। ধর্ম যার যার, উৎসব সবার এই মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই মিলে শারদীয় দুর্গোৎসবকে আনন্দমুখর করে তুলব।