Tuesday , 23 September 2025 | [bangla_date]

বীরগঞ্জে শিশুদের সঞ্চয়ী উদ্যোগের সাফল্য উদযাপন অনুষ্ঠান

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুরের বীরগঞ্জে শিশুদের আর্থিক শিক্ষার অংশ হিসেবে চালু হওয়া শিশু সঞ্চয়ী বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম (এপি) উদ্যোগের অসামান্য সাফল্যকে কেন্দ্র করে এক বর্ণাঢ্য উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২২ সেপ্টেম্বর বেলা ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার এর সভাপতিত্বে শিশুদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে জমে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:তানভীর আহম্মেদ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: জামিল উদ্দিন মন্ডল, ও জুনিয়র প্রোগ্রাম অফিসার মুক্তা রানী রায় সহ সঞ্চয়ী উদ্যোগী অংশগ্রহনকারিরা । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিশুরা ছোট থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুললে ভবিষ্যতে আর্থিকভাবে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে বেড়ে উঠবে।” তিনি আরও উল্লেখ করেন, এ উদ্যোগ শুধু আর্থিক সঞ্চয় নয়, বরং শিশুদের আত্মনির্ভরশীলতা, পরিকল্পনা গ্রহণের মানসিকতা এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলারও এক অনন্য প্ল্যাটফর্ম।
শিশুদের সঞ্চয়ী উদ্যোগটি মূলত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মাধ্যমে পরিচালিত হয়।এই অর্থ মাটির ছোট পাত্র রাখা হয় । এ বছর বীরগঞ্জের প্রায় ৫৪৮৩ জন শিক্ষার্থী এই সঞ্চয় কার্যক্রমে অংশ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে কয়েকজন শিক্ষার্থী তাদের অভিজ্ঞতা তুলে ধরে। শিক্ষার্থী সাদিয়া আক্তার জানায়, “আমি প্রতিদিন টিফিন থেকে ৫ টাকা জমাই। এখন আমার কাছে অনেক টাকা জমেছে। এটা দিয়ে আমি নতুন বই আর পড়াশোনার সামগ্রী কিনব।” অপর এক শিক্ষার্থী জেমি রায় বলে, “এই সঞ্চয়ের টাকা দিয়ে আমি আমার বাবা-মাকে সংসারে সাহায্য করতে চাই।” তাদের বক্তব্যে উপস্থিত অভিভাবকরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। শেষে অংশগ্রহনকারীদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ হলেন যারা

বীরগঞ্জে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে বার্ষিক পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

পীরগঞ্জে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে লেপ ও তোষক বিতরণ

রাণীশংকৈলে সড়কবিহীন পরিত্যক্ত কালভাট,সন্ধা নামলেই বসে মাদকের আড্ডা

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সরকারের সাফল্য তুলে ধরে হরিপুরে টুলুর গণসংযোগ

ঘোড়াঘাট ও বিরামপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

খানসামায় বিদ্যালয়ের জমি দখল করে প্রধান শিক্ষক বাড়ি নির্মাণ করার অভিযোগে সাময়িক বরখাস্ত

বীরগঞ্জে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং দুই ব্যবসায়ীর জরিমানা

পীরগঞ্জে জিংক ধানের স¤প্রসারণে বিষয়ে আলোচনা সভা