Thursday , 11 September 2025 | [bangla_date]

বীরগঞ্জে ৪টি ইউনিয়ন বাল্যবিবাহ ও ১টি ইউনিয়ন শিশুশ্রম মুক্ত ঘোষণা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: আমার ইউনিয়ন আমার দার্য়িত্ব শিশুর জীবন হোক বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নকে বাল্যবিবাহ এবং একটি ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি’র সহযোগিতায় শালবন কমিউনিটি সেন্টার মিলনায়তনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।

এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।

 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, ওয়ার্ল্ড ভিশনের ডিপুটি ডিরেক্টর (ফিল্ড অপারেশনস) জেনি মিলড্রেড ডি ক্রুজ, সিনিয়র ডিরেক্টর (অপারেশনস) চন্দন জেড গমেজ, ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার জমিল উদ্দিন মন্ডল, সমাজসেবা অফিসার মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন, সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান তহিদুল ইসলাম এবং ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার (বীরগঞ্জ এপি) রবার্ট কমল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তরা বলেন, ইউনিয়নগুলোকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে শিশুদের নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি হবে। ইতিমধ্যে ওয়ার্ল্ড ভিশনের পক্ষে থেকে ৪টি ইউনিয়নে ১৯,১০৩ জন কিশোর কিশোরীকে সচেতন করা হয়েছে । সার্বিক ভাবে বিভিন্ন বিষয়ে সচেতনতায় কাজ করা হচ্ছে। সেই সাথে আগামীতে ২০২৭ সালের মধ্যে পুরো উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত হিসেবে ঘোষনা করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে আমরা সকলের সহযোগিতায় কাজ করে যাচ্ছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাকিমপুরে পৌর মেয়রের বাসায় আগুন, দুই যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুরে প্রথম জাতীয় পতাকা উত্তোলন দিবসে শ্রদ্ধা

রাণীশংকৈলে আলোচিত সেই কাউন্সিলর গ্রেফতার সামাজিক-সম্প্রীতি কমিটির সভা

দিনাজপুরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করলো দূবৃত্তরা

পীরগঞ্জে ৮’শ ১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইমাম গ্রেফতার

হাবিপ্রবিতে পরিবহন সংকট ১৩ টির মধ্যে ৮টি বাসই অচল

কাহারোলে লিল্লাহ বোডিং ও এতিমখানার ছাত্রদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

পীরগঞ্জে প্রতিবন্ধীদের নিয়ে গোলটেবিল বৈঠক

রানীশংকৈলে পাগলু ট্রাক্টর সংঘর্ষ হয়ে ১জনের মৃত্যু

বীরগঞ্জে মরহুম মোজাহার আলী স্মৃতি স্মরণে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা