বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ বোচাগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা গতকাল ৩ সেপ্টেম্বর বুধবার উপজেলা পরিষদ কনফারেন্সরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার নয়ন কুমার সাহা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে ওয়াক্কাস আলী কাঞ্চন, তানভির চৌধুরী বিতু, মোঃ লুৎফর রহমান, বিশিষ্ট সার ব্যবসায়ী মোঃ আব্দুল হান্নান, আব্দুল লতিফ মোল্লা, সাংবাদিক সাজ্জাদ হোসেন প্রমুখ। সভায় বোচাগঞ্জ উপজেলার বিসিআইসি ও বিএডিসির ২৪ জন ডিলার উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বোচাগঞ্জ উপজেলায় সার ও বীজ সরবরাহে কৃষকদের কাছে নায্য মূল্য নিশ্চিত করন সহ প্রতিটি ডিলার পয়েন্টে সার্বক্ষনিক সার বিক্রির ব্যবস্থা রাখবেন বলে নিশ্চিত করা হয়।