বোদা,পঞ্চগড় প্রতিনিধি\বৃহস্পতিবার পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে, পাঁচপীর ইউনিয়ন বনিক সমিতির আয়োজনে পাঁচপীর বাজারসহ আশেপাশের বাজারের প্রায় ১৫শ ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব জনাব, আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। মতবিনিময় সভায় আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ ব্যবসায়ীদের দু:খ সুখের কথা শোনেন। তিনি ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রæতি দেন এবং সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন। এ সময় ব্যবসায়ীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় -২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ ফরহাদ হোসেন আজাদ কে বিজয়ী করতে তার পাশে থেকে সার্বিক সহায়তা প্রদান করার আশ্বাস প্রদান করেন।এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।