Wednesday , 10 September 2025 | [bangla_date]

বোদায় দুই যুগ পর টিকেট কেটে মঞ্চ নাটক উপভোগ করলেন দর্শক, মঞ্চস্থ হলো পাখিদের বৈঠক

বোদা,পঞ্চগড় প্রতিনিধি\ প্রায় দুই যুগ পর টিকেট কেটে মঞ্চনাটক উপভোগ করলেন পঞ্চগড়ের বোদা উপজেলার দর্শকেরা। নাটক দেখে উচ্ছসিত তারা। দর্শকরা জানান, সাংস্কৃতি এবং ইতিহাস ঐতিহ্যের পরিমন্ডলে গড়ে ওঠা এই উপজেলায় মাত্র দুই যুগ আগেও নানা ধরনের নাটক মঞ্চস্থ হতো। সরকারি বেসরকারী উচ্চ বিদ্যালয় বা কলেজ মাঠগুলোতে বিভিন্ন দিবস ভিত্তিক নাটক আয়োজন করতো তৎকালীন স্থানীয় তরুণরা। তখন টিন দিয়ে মাঠের একটি অংশ ঘিরে ফেলা হতো। বাঁশ, কাঠ আর নানা রঙ্গের কাপড় দিয়ে সাজানো হতো মঞ্চ। দিনাজপুর, রংপুর সহ দেশের নানা অঞ্চল থেকে নারী শিল্পী আনা হতো নাটকে অভিনয় করার জন্য । সেসময় এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হতো। রাতে হাজার হাজার দর্শক টিকেট কেটে টিনের ঘেরা দিয়ে বানানো হলে ঢুকে নাটক উপভোগ করতো সারারাত। পরিবার পরিজন নিয়ে আসতো সবাই । সেদিন বাড়িতে বিশেষ খাবার রান্না করা হতো। গত দুই দশকে এই চর্চা বিলুপ্ত হতে থাকে। হারিয়ে যাওয়া এই সংস্কৃতিকে ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের সহযোগিতায়,বোদা উপজেলা পরিষদ অডিটরিয়ামে, বোদা উপজেলা সাহিত্য পরিষদ (৯ সেপ্টেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা মিলনায়তন আয়োজন করে নাট্য প্রদর্শনীর। পঞ্চগড়ের নাট্যদল ভূমিজ পরিবেশন করে ‘ পাখিদের বৈঠক’। নাটকটি সম্পর্কে ভূমিজ কতৃপক্ষ জানায়, প্রায় হাজার বছর আগে ইরানের লোক কবি ফরিদ উদ্দীন আত্তার একটা মহাকাব্য লিখেছিলেন। নাম মান্তিক-উত-তায়ির। তারই ইংরেজি নাট্যরুপ ও নির্দেশনা দিয়েছিলেন পিটার ব্রæক। সেই মহাকাব্যের সারমর্ম অনুসরণ করে নির্মাণ করা হয়েছে ‘ পাখিদের বৈঠক ‘। গত কয়েক বছর ধরে নাটকটি দেশে বিদেশে মঞ্চস্থ হয়েছে। বোদা শিল্গকলা একাডেমি মঞ্চে নাটকটির ২১ তম প্রদর্শনী। নাটকটি রচনা ও নির্মাণ করেছেন সরকার হায়দার। অভিনয় করেছে মেঘলা দাস, কৃষাণ দাস দুরন্ত,শাহীন ইসলাম, কাওছার হোসেন নায়েক ও মোস্তাক আহমেদ। কম্পোজিশন ও কোরিওগ্রাফ করেছেন বদিউজ্জামান মিলন, সঙ্গীত ও আবহে আনোয়ার হোসেন, রইস উদ্দিন,সেট ও কস্টিউম হাজ্জাজ তানিন।
নাটকটি আয়োজনে ও ব্যবস্থাপনায় ছিলেন মাজেদুল ইসলাম আকাশ ও রনী শীল । নাট্যকার ও নির্দেশক সরকার হায়দার জানান, ‘পাখিদের বৈঠক’ সম্পুর্ণ একটি গবেষণাধর্মী ভিন্ন মানের নাটক। এই নাটকটি নিয়ে এখনো আমরা প্রতিনিয়ত কাজ করছি। নাটকটি নির্মাণে স্থানীয় লোকনাট্য পালাটিয়ার যে আবহ সেটাকে অনুসরণ করা হয়েছে।
বোদা উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি মাজেদুল ইসলাম আকাশ জানান, দীর্ঘদিন পর বোদার মঞ্চে নতুন এবং আধুনিক একটি নাটক মঞ্চস্থ হলো। অনেকদিন থেকে এসব আয়োজন বন্ধ ছিলো। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা শুরুটা করলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলাম বলেন, সুষ্ঠ সাংস্কৃতিক ধারা অব্যাহত না রাখলে একটি সমাজে দৃশ্যমান উন্নয়ন সম্ভব নয়। সেই লক্ষ্যে দীর্ঘদিন পর হলেও উপজেলা সাহিত্য পরিষদের মাধ্যমে নাটক মঞ্চায়ন শুভ সূচনা হলো। পরবর্তীতে এই এলাকার আবহমান জীববৈচিত্র্যের ক্রমবর্ধমান ধারা ও সংস্কৃতি কে বিকশিত করতে উপজেলা প্রশাসন কাজ করে যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে মানববন্ধন

ফুলবাড়ী পৌর শহরের শ্মশানঘাট সেতুর সড়ক বাতি উদ্বোধন

পীরগঞ্জেউপজেলাসংলাপঅনুষ্ঠিত

দিনাজপুরে নেশা জাতীয় ট্যাবলেটসহ আটক-২

পীরগঞ্জ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন হাবিবুর রহমান নান্নু

পীরগঞ্জে এইচপিভি টিকা প্রদান বিষয়ক সমন্বয় সভা

বিরলে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক ৩দিন ব্যপী প্রশিক্ষণ

বীরগঞ্জে নবশিল্পী উন্নয়ন সংস্থার উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলা অনুষ্ঠিত

সেতাবগঞ্জ সহ দেশের ৬টি চিনিকলের কারখানা বন্ধের প্রতিবাদে বোচাগঞ্জে বিএনপি মানববন্ধন

রোটারী ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট ইলেক্ট এসবিএসি ব্যাংকের ম্যানেজার এটিএম নুর নবী সরকার