বোদা,পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ের বোদা উপজেলার সনাতন স¤প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উ‘সব শারদীয় দূর্গাপুঁজা নির্বিঘেœ, নিরাপদে,স্বাচ্ছন্দে ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বোদা উপজেলা শাখার উদ্যোগে রবিবার দুপুরে বোদা মহিলা মহাবিদ্যালয় প্রাঙ্গনে হেল্প ডেক্স এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এবং স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বন্টন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। সভায় বিএনপির পক্ষ থেকে প্রতিটি শারদীয় দুর্গাপূজা মন্ডপে ১৮ জন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে। ৬ জন করে তিনটি গুপে ভাগ হয়ে বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সনাতন স¤প্রদানের মানুষের পাশে থেকে তাদের শারদীয় দূর্গাপুঁজা নির্বিঘেœ উদযাপনে স্বেচ্ছাসেবক হিসেবে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।প্রতিটি স্বেচ্ছাসেবকের গলায় বিএনপির দেওয়া পরিচয়পত্র ঝুলানো থাকবে। বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ নিজেই বোদা ও দেবীগঞ্জ দুই উপজেলার দুর্গাপুঁজা মন্ডপগুলো পরিদর্শন করবেন এবং স্বেচ্ছাসেবকদের তদ্বারকি করবেন। এছাড়াও বিএনপির উপজেলা পর্যায়ে একটি হেল্প ডেক্স স্থাপন করা হয়েছে।উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান এর সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর আরিফুর রহমান আরিফ উপস্থিত ছিলেন । এছাড়াও বিএনপির ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।