বোদা, পঞ্চগড় প্রতিনিধি\বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ জানান, পঞ্চগড় জেলার বোদা ও দেবীগঞ্জ দুই উপজেলায় সনাতন স¤প্রদায়ের শারদীয় দুর্গাপূজা নির্বিঘেœ, নিরাপদে, সাচ্ছন্দ্যে এবং উৎসব মূখর পরিবেশে উদযাপনের লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পঞ্চগড় জেলার বোদা, দেবীগঞ্জ দুই উপজেলা ও দুইটি পৌর শাখার আয়োজন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর যৌথ সমন্বয়ে বোদা ও দেবীগঞ্জ উপজেলার ২০৯টি দুর্গাপূজা মÐপে ৭ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। বিএনপির স্বেচ্ছাসেবকরা সনাতন স¤প্রদায়ের মানুষের পাশে থেকে পালাক্রমে সার্বক্ষণিক পূজা মন্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকবে। আমি নিজেই এবং বিএনপি নেতারা বোদা ও দেবীগঞ্জের দুর্গাপূজা মÐপগুলো পরিদর্শন করে সনাতন স¤প্রদায়ের মানুষ গুলোর সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করা হবে। স্বেচ্ছাসেবকদের সহায়তা করতে উপজেলা পর্যায়ে হেল্প ডেক্স চালু করা হয়েছে।