Friday , 12 September 2025 | [bangla_date]

যতদিন ভূখন্ড থাকবে ততদিন পর্যন্ত জামায়াতকে রাজাকার, আল শামস খেতাব এই তিলক নিয়ে বাংলাদেশের মাটিতে বসবাস করতে হবে —বিএনপির নেতা ফরহাদ হোসেন আজাদ

বোদা, পঞ্চগড় প্রতিনিধি\বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেছেন. ৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে, যুদ্ধ করেছেন, যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, দেশের স্বাধীনতার জন্য ভূমিকা রেখেছেন। তাই আমরা বুকে সাহস নিয়ে বলতে পারি, আমরা স্বাধীনতার শক্তির পক্ষের দল। কিন্তু যতদিন পর্যন্ত বাংলাদেশের মানচিত্র থাকবে, পতাকা থাকবে, বাংলাদেশের ভূখÐ থাকবে ততদিন পর্যন্ত জামায়াতে ইসলামকে রাজাকার আল শামস, আল বদর খেতাব নিয়ে এই তিলক নিয়ে বাংলাদেশের মাটিতে বসবাস করতে হবে। তিনি বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় জেলার বোদা পৌর সভার ১ নং ওয়ার্ডের উদ্যোগে. জাতীয়তাবাদী দল বিএনপির বোদা পৌর শাখার ১ নং ওয়ার্ডের সদস্য নবায়ন ও নতুন সদস্য অর্ন্তভুক্তিকরণের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ২০১৪-১৮ এবং ২৪ সালে দিনের ভোট রাতে করে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ। আজ থেকে ৬ মাস আগে জামায়াত ইসলাম ৩০০ আসনের প্রার্থী ঘোষণা করলেন। অন্তবর্তী সরকার লন্ডনে গিয়েছেন। সেখানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সভা করেছেন। যৌথ প্রেস কনফারেন্স করে ঘোষণা দিয়েছেন, আগামী রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যখনই ঘোষণা আসলো জামায়াতে ইসলামের ভালো লাগলো না। এখন তারা জাতীয় নির্বাচন বাদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন কেন। যখন দেখলেন তাদের বিজয় হওয়ার সম্ভাবনা নাই, তখনই সিদ্ধান্ত পাল্টিয়ে স্থানীয় সরকার নির্বাচন চাইলেন। যখন এই দাবি দেশের মানুষ গুরুতœ দিল না তখন আরেক অভিনব দাবি তুললেন। যা ইতিমধ্যে বিভিন্ন দেশে ব্যর্থ শাসন ব্যবস্থা হিসেবে পরিগণিত হয়েছে সেই পি আর পদ্ধতিতে নির্বাচন।
তিনি আরো বলেন, ৫ আগস্ট এর আগে রাজনীতিতে তাদের কোন ভূমিকা ছিল না। এখন তারা উড়ে এসে জুড়ে বসেছে। তাদের নায়েবে আমির ও সেক্রেটারি জেনারেল সহ অনেকেরই নির্বাচনে জেতার সম্ভাবনা নেই। তাই বিজয়ী হতে তারা পি আর পদ্ধতির দাবি তুলছেন। জামাতের ইসলামের প্রতি প্রশ্ন রেখে বলেন, আপনাদের নাকি কোন কলঙ্ক নেই, তাহলে বিএনপি’র সময় আপনাদের দুইজন প্রতিনিধি সরকারি ছিল কেন তাদের বিরুদ্ধে মামলা হলো।
আজাদ বলেন, আপনারা সাধারণ মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করছেন। আপনারা বলে বেড়াচ্ছেন, আপনাদের সঙ্গে কাজ করলে, ভোটটা দিলে, ইসলামের কাজ হবে ভোট যদি দাড়িপাল্লায় দেন তাহলে জান্নাত নিশ্চিত হবে। যে জান্নাত দেওয়ার মালিক আল্লাহ সে জান্নাত জামায়াতে ইসলাম কিভাবে দেয়। এইরকম মুনাফেকি বাটপারি কথা বলে মানুষকে ধোকা ও ইসলামকে অবমাননা না করার আহŸান জানান। ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মামুনুর রশিদ দুলুর সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বোদা উপজেলা বিএনপির সভাপতি ময়দানদিঘী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা,সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিম্ময়,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন,রায়হানুল আলম প্রধান রিয়েল, পৌর বিএনপির সাংগঠনিক আব্দুল্লাহ আল মারুফ অনু, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আরিফুর রহমান আরিফ, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মজিদা বেগম, ওয়ার্ড মহিলা দলের সভাপতি রুকসানা বেগম ও সাধারণ সম্পাদক সুপিয়া খাতুন। পরে সদস্য নবায়ন ও নতুন সদস্যদের মাঝে ফর্ম বিতরণ করা হয়। সভার প্রধান অতিথি নিজ হাতে সদস্য নবায় ও নতুন সদস্যদের মাঝে ফর্ম বিতরণ করেন। সভায় বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এর মধ্যে নারীদের উপস্থিতি ছিল বিপুল সংখ্যক। সভায় প্রধান অতিথি ফরহাদ হোসেন আজাদ বলেন,পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জে) এই দুই উপজেলায় ১ লাখ সদস্য নবায়ন ও নতুন সদস্য অর্ন্তভুক্ত করা হবে। এতে করে বোদা ও দেবীগঞ্জে বিএনপির ২ লক্ষ কর্মী বাহিনী তৈরী হবে। পরে এক মনোঞ্জ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে ফ্রি চক্ষু ক্যাম্প

ঠাকুরগাওয়ে শিক্ষক’কে রাজকীয় বিদায় জানালেন সহকর্মী-শিক্ষার্থীরা

বীরগঞ্জে শীতার্ত এতিমদের ২শত, মাঝে কম্বল বিতরণ

পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহন

আজ সেই ফুলবাড়ী ট্রাজেডি দিবস আজও পূর্ণ বাস্তবায়ন হয়নি ৬ দফা

আটোয়ারীতে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা

কাহারোলে মহান মে দিবস পালিত

চিরিরবন্দরে স্কাউটস ও বিজ্ঞান ক্লাব অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা

পীরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

এবারই প্রথম রাণীশংকৈলে অনুষ্ঠানিক ভাবে টিআর প্রকল্পের চেক বিতরণ