রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শিবদিঘী এ,এস,এম সুপার মার্কেটে সোমবার (২২ সেপ্টেম্বর) ১৩০ তম সুজুকি মটরস্ শো-রুমের উদ্বোধন করা হয়।
ইবাদত মটরসের স্বত্বাধিকারীর বাবা সাবেক ইজারাদার হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি সভাপতি আতাউর রহমান,সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন ন‚র আলিফ, জামায়াত সেকেটারী রজব আলী।
টেরিটোরি সেলস ম্যানেজার মুজিবুর রহমানের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন, এরিয়া সেলস ম্যানেজার জুবায়ের বিন আলম,এরিয়া সার্ভিস ম্যানেজার মাহমুদুল হাসান মুকুল,টেরিটোরি সার্ভিস ম্যানেজার কেফায়েত হোসেন, ইবাদত শো-রুমের প্রোপাইটর সারোয়ার ন‚র লিয়ন, ঠাকুরগাঁও তারিফ শো-রুমের প্রোপাইটর তারিফ হোসেন সনেট, বিএনপি পৌর সভাপতি অধ্যাপক শাহজাহান আলী,সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, সহ সভাপতি পান্না বিশ্বাস,সাবেক মেয়র মোখলেসুর রহমান। এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ সুজুকি কোম্পানীর কর্মকর্তা, কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।