পঞ্চগড় প্রতিনিধি\বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘœভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলায় ৯৩টি পূজামÐপে দায়িত্ব পালন করছেন ৬১০ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্য। গত ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ২ অক্টোবর পর্যন্ত টানা নয় দিন তারা দায়িত্ব পালন করবেন।
এবারের নতুন সংযোজিত এভিএমএস সফটওয়্যার এর মাধ্যমে সকল সদস্যের নিবন্ধন ও হালনাগাদ তথ্য যাচাই করে পূজার নিরাপত্তা দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। পূজামÐপে গুজব প্রতিরোধ ও তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ মোকাবেলার লক্ষ্যে শারদীয় সুরক্ষা অ্যাপ (নফরহপরফবহঃ.ৎবঢ়ড়ৎঃ) ইনসিডেন্ট রিপোর্ট ব্যবস্থা কার্যকর করা হয়েছে। যা নিরাপত্তা ব্যবস্থাকে আরও দৃঢ় করেছে। পঞ্চগড়ের জেলা কমান্ড্যান্ট, উপজেলার আনসার-ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক/প্রশিক্ষিকা মাঠে থেকে সরাসরি পূজামÐপ পরিদর্শন করছেন এবং পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন।
বোদা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বিভ‚তি ভ‚ষণ প্রামানিক বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘœভাবে উদযাপনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আনসার সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক পূজামÐপগুলোকে নিরাপত্তা ঝুঁকির ভিত্তিতে তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। বোদা উপজেলার ৯৩টি পূজামন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৬টি পূজামÐপে আটজন করে, গুরুত্বপূর্ণ ৩৩টি পূজামÐপে ছয়জন করে এবং সাধারণ ৩৪টি পূজামÐপে ছয়জন করে সর্বমোট ৬১০জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছেন। দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ২৪ ঘণ্টা শিফট অনুযায়ী দায়িত্ব পালন করছেন। এই নিরাপত্তা কার্যক্রমকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করতে চালু করা হয়েছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’। এর মাধ্যমে মোতায়েনকৃত সদস্যরা দুর্ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা বা অনাকাক্সিক্ষত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে রিপোর্ট করছেন।