বোদা, পঞ্চগড় প্রতিনিধি\সার্বিক কর্ম মূল্যায়নে পঞ্চগড় জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বোদা থানাকে পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করেন। এজন্য বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, আজিম উদ্দিন পুলিশ সুপার সহ সকল সিনিয়র পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন । শনিবার (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক মূল্যায়ন করে বোদা থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করা হয় এবং বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো,আজিম উদ্দিনকে ক্রেস ও পুরস্কার প্রদান করা হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিম উদ্দিন বলেন, এই পুরস্কার থানার সকল অফিসার ও ফোর্সের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং সেবার স্বীকৃতিস্বরূপ। এই প্রাপ্তী আমাদের ভবিষ্যতের কাজের গতিকে ত্বরান্বিত করবে এবং জনগনের প্রতি দায়বদ্ধতা আরো বৃদ্ধি করল।