Tuesday , 30 September 2025 | [bangla_date]

সীমান্তে পূজা মন্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়ন মন্ডপ পরিদর্শনে রংপুর রিজিয়ন কমান্ডার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মÐপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
জানাগেছে, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে ২ কিলোমিটারের মধ্যে ৪টি এবং সীমান্ত থেকে ৮ কিলোমিটারের মধ্যে ৫০টি পূজা মÐপসহ সীমান্ত এলাকায় মোট ৫৪টি পূজা মÐপের আইন শৃঙ্খলা রক্ষার্থে মোট ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বিজিবি টহল দলগুলো এসব পূজা মÐপে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে।
এদিকে গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে রংপুর ব্যাটালিয়ন ও ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর আওতাধীন সীমান্ত এলাকার বিভিন্ন পূজা মÐপ পরিদর্শন করেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি। এসময় তিনি পূজা মÐপের পুরোহিত, সভাপতি, সম্পাদক, দর্শনার্থী এবং দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি বলেন, শারদীয় দূর্গাপূজা আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের একটি বড় ধর্মীয় অনুষ্ঠান। এই উৎসবে সকল হিন্দু সম্প্রদায় নির্বিঘেœ এবং শান্তিপূর্ণভাবে উৎযাপন করতে পারে সেই জন্যে বিজিবি সর্বদা বদ্ধ পরিকর। আমরা পূজা মন্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করেছি। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
এছাড়াও তিনি আরও বলেন, আমি রংপুর রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার হিসেবে আমার অধীনস্থ বিভিন্ন ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিদ্যমান পূজা মন্ডপগুলো পরিদর্শন করছি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (লজিস্টিক) লেঃ কর্নেল মোহাম্মদ নাহিদ হোসেন, পিএসসি, পরিচালক অপারেশন লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক, পিএসসি, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে মন্দিরে আবারও ১৪৪ ধারা জারি

বীরগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রান্তিক জনগোষ্ঠির চিকিৎসা সেবা নিশ্চিত করা আমার দায়িত ————–স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

রাণীশংকৈল পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীকে গণ অভ্যর্থনা

শরীর চর্চার মাধ্যমে একজন সুন্দর মনের মানুষ হিসেবে সামাজে প্রতিষ্ঠিত হতে হবে-নৌ প্রতিমন্ত্রী

আটোয়ারীতে জাতীয় যুব দিবস উদযাপন

আটোয়ারীতে ২ শত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুরে রং-তুলির শেষ আঁচড় দিয়ে প্রতিমার সৌন্দর্য ফুটিয়ে তুলতে ব্যস্ত প্রতিমা শিল্পী ও কারিগররা

পঞ্চগড়ে ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাংচুর, লুটপাট ও হামলার অভিযোগ

লাবীব মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উদ্বোধন