খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার গোবিন্দপুর রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি ও নিয়মিত শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ছাতা বিতরণ করা হয়েছে।
২ সেপ্টেম্বর দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অভিভাবক ও মা সমাবেশে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আগ্রহী করে তুলতে শিক্ষকদের নিজস্ব অর্থায়নে এই ছাতা উপহার দেওয়া হয়।
জানা যায়, বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তিকৃত শিক্ষার্থী ৭৫ জনের মধ্যে নিয়মিত উপস্থিত থাকে ৬৬ জন। নিয়মিত শিক্ষার্থীদের ছাতা প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী স্বাধীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: হুমায়ুন কবির তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিত্যানন্দ দাস ও কাজল চন্দ্র রায়। এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবির তালুকদার বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত রাখতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। এ লক্ষ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সর্বদা তৎপর রয়েছে।”