হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজাার সপ্তমীর দিনে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিভিন্ন পূজা মÐপ পরির্দশন ও কুশল বিনিময় করেছেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক জেলা আমীর মাওলানা মো. আনোয়ারুল ইসলাম।
সোমবার পৌর শহরের চন্ডিপুর সার্বজনীন পূজা মÐপ পরিদর্শন করেন ও পূজা কমিটির নেতাদের সাথে কুশল বিনিময় করেন এবং পরে হাকিমপুর সরকারি কলেজ হরিজন পূজা মÐপ ও আলিহাট ইউনিয়নের সাদুড়িয়া, জাংগই পূজা মন্ডপ পরিদর্শন শেষে কুশল বিনিময় করেন।
জেলা আমীর আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান বলেন, ধর্ম দিয়ে আমাদের বিভাজন করা সম্ভব নয়। বিগত ১৭ বছর আপনাদের পাশে আমাদের আসতে দেওয়া হয়নি। আপনাদের যে কোন সমস্যায় আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।
তিনি আরও বলেন, দেশটা কে এগিয়ে নিতে আসুন আমরা সবাই একই ঐকমত্যে পৌঁছায় অন্যায় যেখানে প্রতিরোধ গড়ে তুলবো সেখানে।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মোঃ সাইফুল ইসলাম, সেক্রেটারি মোঃ মফিজুল ইসলাম, আলিহাট ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মাহাবুব আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সবিরুল ইসলাম, পৌর যুব বিভাগের আহবায়ক ইয়াসির আরাফাত সহ জামায়াতে ইসলামী, ছাত্র শিবির ও যুব বিভাগের নেতৃবৃন্দ।