বুধবার মহারাজা স্কুল মাঠ প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবারও ১০তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শেষ কোটায়ার ফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামে দিনাজপুর বড়মাঠ ফুটবল একাদশ বনাম পীরগঞ্জ ফুটবল একাদশ। খেলায় ১-১ গোলো ম্যাচ ড্র হলে ট্রাইবেকারে দিনাজপুর বড়মাঠ ফুটবল একাদশকে ৫-৬ গোলে হারিয়ে পীরগঞ্জ ফুটবল একাদশ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পাটোয়ারি বিজনেস হাউস প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান পাটোয়ারী মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন দিনাজপুরে বিশিষ্ট দন্ত্য চিকিৎসক ডাঃ ওলিউর রহমান, প্রাক্তন খেলোয়ার মাহমুদুন নবী পলাশ। খেলার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক পৌরসভার প্যানেল চেয়ারম্যান রেহাতুল ইসলাম খোকা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফুটবল টুর্নামেন্ট উপ-কমিটির আহবায়ক সৈয়দ শপু আহমেদ ও সদস্য সচিব হুমায়ুন কবির আপেল। খেলার সার্বিক তত্ত¡াধায়নে ছিলেন রেজা চৌধুরী ও মোঃ নাসিম। প্রধান অতিথি পাটোয়ারি বিজনেস হাউস প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান পাটোয়ারী মোহন তার বক্তব্যে বলেন, সমাজকে অবক্ষয়মুক্ত করতে হলে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার যথেষ্ট প্রয়োজন রয়েছে। যারা সাংস্কৃতিক চর্চা বা খেলাধুলা করেন তারা কখনও মাদকে আসক্ত হন না। এই ফুটবল টুর্নামেন্টের মাঠ শুধু ফুটবল খেলা উপভোগ করার জন্য নয়, এটি খেলোয়াড় ও দর্শকদের মধ্যে সেতুবন্ধন রচনা করে। আমরা চাই রেহাতুল ইসলাম খোকা এই টুর্নামেন্টটি আগামীতেও প্রতিবছর যেন চালিয়ে যেতে পারে। আমরা তার পাশে আছি এবং থাকবো। খেলা পরিচালনা করেন প্রধান রেফারী টিআইন শামি, সহকারী রেফারী মুকল হোসেন ও ব্রজেন রায়। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক রেহাতুল ইসলাম খোকা বলেন, দর্শকদের এই খেলার প্রতি আগ্রহ ও উৎসাহ দেখে আমি খুব আনন্দিত। আপনারা কষ্ট করে এই মাঠকে আলোকিত করেছেন এবং খেলোয়াড়ের উৎসাহিত করছেন। এভাবেই আপনারে সহযোগিতা ও উৎসাহ পেলে আমি প্রতিবছর এই টুর্নামেন্ট চালিয়ে যাবো। খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক পৌরসভার প্যানেল চেয়ারম্যান রেহাতুল ইসলাম খোকাসহ সম্মানীত অতিথিবৃন্দ। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় পীরগঞ্জ ফুটবল একাদশের খেলোয়াড় ফিজার।
বৃহস্পতিবার খেলা বন্ধ এবং শুক্রবারে প্রথম সেমিফাইনালে প্রতিদ্ব›িদ্বতা করবে পীরগঞ্জ ফুটবল একাদশ বনাম হাকিমপুর বাংলা হিলি বন্ধু একাদশ। প্রতিদিন খেলা শুরু হয় বিকাল ৪ ঘটিকায়।