Friday , 31 October 2025 | [bangla_date]

চিরিরবন্দরে চুরির দায়ে যুবকের জেল

চিরিরবন্দরে চুরির দায়ে যুবকের জেল

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে চুরির দায়ে নুরু নামে এক যুবককে দুই মাসের কারাদÐ দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ দন্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেলতলী আমতলী মোড় এলাকায় একটি বাইসাইকেল চুরির ঘটনায় স্থানীয় লোকজন নুরু (২৫) কে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। পরে ঘটনাটি তদন্ত করে ভ্রাম্যমাণ আদালতে তাকে সোপর্দ করলে বিচারক তাকে দুই মাসের কারাদন্ড প্রদান করে।
বিচারক সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ বলেন, চুরি-ডাকাতিসহ অপরাধ দমন ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও