Thursday , 30 October 2025 | [bangla_date]

দিনাজপুর-৪ আসনে ধানের শীষের উঠান বৈঠক

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসাম) আসনে বিভিন্ন উন্নয়নে নারী ভোটারদের অংশগ্রহণে মুখর হয়ে উঠেছে বিএনপি সমর্থিত উঠান বৈঠক। গতকাল ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় চিরিরবন্দর উপজেলার বাংলাবাজার, ১১টায় রাণীরবন্দর, দুপুর সাড়ে ১২টায় খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের মাড়গাঁও গ্রামের বড়দাশাহ্ পাড়াসহ আশেপাশের পাড়াগুলোতে ভোটারদের সাথে মতবিনিময়, উঠান বৈঠক, গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে দেখা গেছে, হাতে ব্যাগ নিয়ে কিংবা কোলে শিশু নিয়ে আসা নারী ভোটারদের ভিড়। তারা ধানের শীষের পক্ষে জনমত গঠন ও আসন্ন নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হলেও নারীদের উপস্থিতি, উচ্ছ¡াস ও অংশগ্রহণে বৈঠকগুলো ছিল প্রাণবন্ত। নারী ভোটারদের অংশগ্রহণে এসব উঠান বৈঠক এখন গ্রামাঞ্চলে নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে। উঠান বৈঠক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া।
বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নারী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের শীষ মানে জনগণের অধিকার, পরিবর্তনের প্রতীক। আজ গ্রামের নারীদের আগ্রহ ও সচেতনতাই আগামী দিনের পরিবর্তনের বার্তা দিচ্ছে। বিএনপি সরকার ক্ষমতায় গেলে এ আসনের নারীদের চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করে দেয়া হবে। তিনি আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় নারীদের অধিকারের কথা গুরুত্ব দেয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের শিক্ষার জন্য কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে, নারীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে সহজ শর্তে ঋণ দেয়া হবে। তাদের পণ্য বিক্রয়ের জন্য সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে তাদের জন্য উচ্চ হারে বৃত্তি প্রদানে কাজ করা হবে। অসহায় ও হতদরিদ্র নারীদের জন্য ভাতা নিশ্চিত করে ভাতার পরিমাণ বৃদ্ধি করতে কাজ করবে বিএনপি। নারীদের সামাজিক নিরাপত্তা ও অংশগ্রহণ বৃদ্ধি করা হবে।
এসময় চিরিরবন্দর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মমিন, চিরিরবন্দর উপজেলা কৃষকদলের আহবায়ক ও সাতনালা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহ, খানসামা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জেলা বিএনপি’র অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল আলম তুহিন, খানসামা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপি’র সদস্য সাঈদ আহম্মেদ সেলিম বুলবুল, খানসামা উপজেলা বিএনপি’র সদস্য ও সাবেক সাংগাঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, খানসামা উপজেলা বিএনপি নেতা শরিফুল ইসলাম প্রধান, খানসামা উপজেলা যুবদলের আহবায়ক ওবায়দুর রহমান, খানসামা যুবদলের সদস্য সচিব ওবাইদুর রহমান মুন্সিসহ ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত