Monday , 6 October 2025 | [bangla_date]

বীরগঞ্জে একনিষ্ঠ বিএনপি কর্মীর বাড়ি এখন দেয়ালচিত্রে সজ্জিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামে মো জিয়া ইসলামের বাড়ির দেয়ালে একনিষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থক ও কর্মীর বাড়ির দেয়ালে শোভা পাচ্ছে দলের শীর্ষ নেতাদের প্রতিকৃতি। চারটি বড় আকৃতির ব্যানারে স্থান পেয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও স্থানীয় বিএনপি নেতা মোঃ মনজুরুল ইসলামের ছবি। ধানের শীষ প্রতীকের রঙে সজ্জিত এই দেয়ালচিত্র এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই কর্মী বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি দলের প্রতি অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের অংশ হিসেবে নিজ বাড়ির টিনের দেয়ালে দলের নেতাদের ছবি টানিয়ে রেখেছেন। প্রতিকৃতিগুলোর নিচে লেখা রয়েছে “স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং জননেতা মোঃ মনজুরুল ইসলাম”।
বিএনপি সমর্থক ওই পরিবারের এই উদ্যোগ দেখে অনেকে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ বলেছেন, “রাজনীতিতে ভালোবাসা ও শ্রদ্ধার এমন প্রকাশ আমাদের সমাজে এখন বিরল। এটি সত্যিকারের দলের প্রতি আনুগত্যের প্রতীক।”
দলের কর্মী হিসাবে জিয়া ইসলাম জানায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের নেতৃত্ব ও আদর্শের প্রতি ভালোবাসা ধরে রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি গণতন্ত্র, ন্যায়ের সংগ্রাম এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তাই দলের প্রতি ভালোবাসা থেকে এভাবে বাড়ির দেয়াল সজ্জিত করা হয়েছে।
অন্যদিকে, অনেক পথচারী থেমে দেয়াল চিত্রটি দেখেন এবং মন্তব্য করেন যে, দলের প্রতি এমন ভালোবাসা স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা যোগাবে। অনেক তরুণও এই দেয়াল চিত্র দেখে অনুপ্রাণিত হচ্ছে বলে জানা গেছে।
বীরগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহব্বায়ক মো: আজাহারুল ইসলাম রাজা জানান, “এমন প্রতিকৃতি ও দেয়ালচিত্র দলের তৃণমূল কর্মীদের উদ্দীপ্ত করে। আমাদের লক্ষ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা। কর্মীরা যদি নিজ উদ্যোগে এভাবে দলের ভাবমূর্তি তুলে ধরেন, তা নিঃসন্দেহে ইতিবাচক দৃষ্টান্ত।” বীরগঞ্জে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। দলীয় কর্মীরা বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কাজে নিজেদের সম্পৃক্ত রাখছেন। সাম্প্রতিক সময়ে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নতুন করে কর্মীসভা, ব্যানার, পোস্টার এবং এমন দেয়ালচিত্রের মাধ্যমে বিএনপির আদর্শ প্রচারে নতুন প্রাণ সঞ্চার হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বিরল প্রজাতির মৃত নীল গাই উদ্ধার, দেখতে জনতার ভিড়

দেশ সেরা দিনাজপুরী লিচু বাজারে

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ -হুইপ ইকবালুর রহিম

৭ মার্চ সরকারি-বেসরকারি ভবনে উড়বে জাতীয় পতাকা

যেভাবে এইচএসসির ফরম পূরণের টাকা ফেরত পাবেন শিক্ষার্থীরা

অতিরিক্ত তরমুজ খেলে হবে যেসব সমস্যা

বীরগঞ্জ পশ্চিম ভোগডোমার খাস জমিতে খেলার মাঠ জবরদখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

আটোয়ারীতে উন্নয়ন মেলা-২০২৩ উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনাসভা

কোন প্রকল্প যদি মানুষের জীবনকে বিপন্ন করে সেটাকে কোন ভাবেই উন্নয়ন বলা যাবে না -আনু মুহাম্মদ

বাড়ী পেয়ে খুশি রাণীশংকৈলের ভূমিহীনরা