Monday , 20 October 2025 | [bangla_date]

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালিমেলায় নেই প্রাণচঞ্চল

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
পূজা অর্চনার মধ্য দিয়ে দিনাজপুরের বীরগঞ্জে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের শ্রীশ্রী শ্যামাপূজা। পূজা উপলক্ষে (২০ অক্টোবর) সোমবার থেকে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ঐতিহ্যবাহী ঢেমঢমিয়া কালিমেলা। জেলা বিএনপির সহ -সভাপতি খালেকুজ্জামান বাবুকে সভাপতি এবং জগদীশ চন্দ্র সরকারকে সেবায়েত ও পূজারী করে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মেলা ও পূজা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ। কাকা ধনেশ্বর ও ভাতিজা জগদীশের দীর্ঘদিনের
দু’পক্ষের কন্দোল এবং একটি পক্ষ এই মেলার বিপক্ষে অবস্থা নেওয়ায় সবসময় টানটান উত্তেজনা বিরাজ করছে মেলায়। যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশঙ্ক করছে এলাকাবাসী। এ কারণে মেলায় কোনোরকম প্রাণচঞ্চল নেই। অন্যদিকে জেলা পুলিশ সুপারের পরিপত্র অনুযায়ী জানা গেছে, এবছর মেলায় কোনো প্রকার সার্কাস, পুতুল নাচ,ভ্যারাইটি শো,যাত্রাপালা, মরণকুপ,লাকি কুপন,অশ্লীল নৃত্য, হাউজি,লটারি, জুয়া বা ইনডোর গেইম খেলা নিষিদ্ধ করা হয়েছে। এবছর ঐতিহাসিক ঢেমঢেমিয়া কালির মেলায় ক্রেতা-বিক্রেতা ও দশণার্থীদের উপস্থিতি খুবই কম।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, বাংলা ১২৮০ সন থেকে প্রতিবছর কার্তিক মাসের শ্যামাপুজার আমাবশ্যায় এ মেলার আয়োজন করা হয়। উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বৈরবাড়ী, চাপাপাড়া ও হিরামণি মৌজায় মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। সব ধর্ম-বর্ণের মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সাত দিন ধরে পূজা চলা এ মেলা। উত্তরবঙ্গের সনাতন ধর্মালম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিনোদনসহ মিলনমেলা হিসেবে বীরগঞ্জ উপজেলার ঢেমডেমিয়া কালির মেলা ব্যাপক পরিচিতি লাভ করেছে, যা উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণীয় গোড়া ও মহিষের মেলা হিসেবে। জানা গেছে, স্বর্গীয় সংশয় সরকার বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বৈরবাড়ী, ঢাপাপাড়া ও হিরামনি মৌজায় বাংলা ১২৮০ সনে কার্তিক মাসের আমাবশ্যায় দিবাগত রাতে তাদের ধর্মীয় রীতিতে লগ্ন মোতাবেক একটি পাঁঠা বলির মাধ্যমে ঢেম ঢেমটেনিয়া কালিমেলার শুভ সূচনা করা হয়। কালি মন্দিরটির পাশেই। কয়েক গজ পশ্চিমে দরবেশ মিরাজুন মিয়ার মাজার শরিফ রয়েছে। এককথায় মেলার সময় ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব গোত্রের মানুষ এখানে এসে এ মেলা উৎসবে মেতে উঠে। পশ্চিমে ঠাকুরগাঁও, উত্তরে পঞ্চগড়, পূর্বে নীলফামারী ও দক্ষিণে দিনাজপুর। কয়েকটি জেলার মধ্যস্থল হওয়ায় কালি কাসিমেলা উদ্বোধনের আগে থেকে থেকেই মানুষের মধ্যে সাজ সাজ রব পড়ে। মেলার। শ্রেষ্ঠ আকর্ষণ শ্যামাপুজার প্রথম রাতে লগ্নমতে লগ্নমতে কালি পাটে চড়া। কালি পাটে চড়া অর্থাৎ পাঁঠা বলি দান।
হিন্দু ধর্মীয় রীতিতে উদ্বোধনী রাতে পূজাররা আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।

অন্যদিকে এবছর ঘোড়া মহিষের বেচাকেনা ছিল তুলনামূলক কম। ২০ অক্টোবর সোমবার মেলার প্রথম দিন চাপাপড়া বাহাদুর বাজার এলাকায় জামালপুর থেকে আসা ঘোড়া বিক্রেতা আরিফ হোসেন জানান, ৭টি ঘোড়া নিয়ে এসেছেন। তার মধ্যে সবচেয়ে বড় ‘বেঙ্গল ২ ক্রস’ জাতের ঘোড়া। বিক্রেতা ভালোবেসে এই ঘোড়ার নাম রেখেছেন পড়িরাজ। দাম হাঁকিয়েছেন ৩লাখ টাকা। যদিও ক্রেতারা এখন পর্যন্ত সর্বোচ্চ ৪ লাখ টাকা বলেছে। এছাড়াও মেলায় বিভিন্ন জাতের ঘোড়া উঠেছে। মেলার অপর সারি সারি মহিষ বাঁধা রয়েছে। মহিষের দাম নির্ধারিত হয় আকার, আকৃতি এবং ওজনের ওপর ভিত্তি করে। পঞ্চগড় জেলার কালীয়াগঞ্জ থেকে আসা মহিষ বিক্রেতা সিদ্দিক হোসেন মেলায় এনেছেন ১০ জোড়া বিশাল আকারের পাড়া জাতের মহিষ। যার মধ্যে অন্যতম কালামানিক, যার জোড়ার মূল্য হাঁকিয়েছেন ৭ থেকে ৮ লাখ টাকা। এছাড়া মেলায় আকার-আকৃতি ভেদে প্রতিজোড়া মহিষ এক লাখ ৩০ হাজার থেকে ৬ লাখ টাকায় পাওয়া যাচ্ছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর জানান,ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া
কালিমেলায় মহিষ,গরু, ঘোড়া ক্রেতা-বিক্রতাদের নিরাপত্তার স্বার্থে পুলিশ, আনসার ভিডিপির সদস্য ও গ্রাম পুলিশরা তৎপর রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের দু’জন ইউনিট লিডারের “নম্বর টু দি ন্যাশনাল সার্ভিস” অ্যাওয়ার্ড অর্জন

জিয়া হার্ট ফাউন্ডেশন’র বার্ষিক সাধারণ সভা

হরিপুরে প্রাচীর নির্মাণ করে সরকারি রাস্তা দখল,যান চলাচলে জনদূর্ভোগ

ফুলবাড়ীতে জেলার সর্বোচ্চ ভ্যাট ও আয়করদাতা দুই সহোদরকে সংবর্ধনা

দিনাজপুর সদরের চেহেলগাজি ইউপি র্নিবাচনে অবাধ সুষ্ঠ, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন দাবীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

বীরগঞ্জে পুলিশের নির্বাচনী ব্রিফিং

প্রগতি লেখক সংঘ দিনাজপুরের জেলা সম্মেলনে জলিল সভাপতি ও হিমেল সাধারণ সম্পাদক

প্রগতি লেখক সংঘ দিনাজপুরের জেলা সম্মেলনে জলিল সভাপতি ও হিমেল সাধারণ সম্পাদক

জাপার নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

বীরগঞ্জে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ে মতবিনিময়

পঞ্চগড়ে সাংবাদিকের ল্যাপটপ মোবাইল ফোনসহ নগদ অর্থ চুরি