তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা আর ডি আর এস এনজিও কর্তৃক সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই কর্মশালায় সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অনগ্রসর জনগণের জন্য সরকারি সেবা গ্রহণের সুযোগ আরও বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে আলোচনা হয়।
সরকারী সেবা প্রাপ্তিতে অনগ্রসর জনগণের জন্য নানা সুযোগ সুবিধা রয়েছে, যে গুলোর সুবিধা গ্রহণ করতে জনগণকে আরও সচেতন এবং উদ্বুদ্ধ করতে হবে। স্থানীয় জনগণকে সরকারের সেবা ও সুযোগ-সুবিধা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন এবং সেবাগুলোর ব্যবহার নিয়ে আলোচনা করেন। এই ধরনের কর্মশালার মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে এবং তারা তাদের অধিকার ও সরকারি সুবিধা সম্পর্কে আরও অবগত হবে।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি এস এম আকাশ, উপজেলা কৃষি অফিসার, সাবরিনা আফরিন, সমাজসেবা অফিসার, আবু তাহের, প্রাথমিক শিক্ষা অফিসার, জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় অফিসার, মোহাম্মদ মামুন কবীর, যুব উন্নয়ন কর্মকর্তা, আবু জাফর, পল্লী উন্নয়ন কর্মকর্তা, আরমান ওহিদ আনসারী ।
এছাড়াও আর ডি আর এস বাংলাদেশ এর কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার (পঞ্চগড়) আতিকুর রহমান, আর ডি আর এস বাংলাদেশ এর টি ও ইনক্লুয়েশন (রংপুর) জাহিদা মুশতারি, প্রোগাম কো-অডিনেটর, (সমৃদ্ধি কর্মসূচী) মিঠু চন্দ্র সরকার, কমিউনিটি মোবিলাইজার (পঞ্চগড়) নার্গিস বেগম, ফেডারেশন চেয়ারম্যান ও উপজেলা ফেডারেশন সমন্বয়ক তাজুল ইসলাম ও স্থানীয় পর্যায়ে আরডিআরএসের ফেডারেশনভুক্ত ইউনিয়ন কর্মী ও সংগঠকরা উপস্থিত ছিলেন।