Saturday , 18 October 2025 | [bangla_date]

আটোয়ারীতে বিএনপি’র নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে ধানের শীষ প্রতিককে বিজয়ের লক্ষ্যে প্রচারণা সভা ও জনসংযোগ করছে উপজেলা ,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনগুলো। প্রচারণার ধারাবাহিক অংশ হিসেবে শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধায় আলোয়াখোয়া ও তোড়িয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে গুঞ্জরমারী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী প্রচারণামূলক জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ) এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র আন্তর্জাতিক সম্পর্ক বিষযক সম্পাদক ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, পঞ্চগড় জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এম.এ মজিদ, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল্যাহেল বাকী, উপজেলা বিএনপি’র সায়গঠনিক সম্পাদক বদিউজ্জামান মানিক, বাবুল ইসলাম, অন্যতম সদস্য আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ পারভেজ,তাঁতি দলের সভাপতি সোহেল রানা সরকার, তোড়িয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, আলোয়াখোয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম(বিএসসি) প্রমুখ। বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকের পক্ষে ভোট চাওয়ার আহবান জানান এবং এলাকার উন্নয়ন ও জনসেবা করতে ধানের শীষ প্রতিকের প্রার্থী ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমিরকে বিজয়ী করতে “ঘরে ঘরে, জনে জনে ” কর্মসূচি অব্যাহত রাখতে হবে। নির্বাচনী প্রচারনা উপলক্ষে দলের নেতা-কর্মীরা এলাকার বিভিন্ন হাট-বাজারে ও বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করছেন। এর ফলে আটোয়ারীতে নির্বাচনী প্রচারণার নতুন গতিপথ পেয়েছে যা সাধারণ মানুষের মধ্যেও আলোচনা উৎসাহ দেখা যাচ্ছে। সভায় উপজেলা ,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ নানা পেশাজীবি সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও