Monday , 27 October 2025 | [bangla_date]

আটোয়ারী আলোয়াখোয়া রাশ মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক আটোয়ারী আলোয়াখোয়া রাশ মেলা-২০২৫ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রস্তুতিমূলক সভা অনিুষ্ঠিত হয়। এ সময় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান’কে কন্ঠভোটে সর্বসম্মতিক্রমে আলোয়াখোয়া রাশ মেলা-২০২৫ এর সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী’র সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। ২০২৪ সালের আলোয়াখোয়া রাশ মেলার আয়-ব্যয় হিসাব নিকাশ উপস্থাপন করেন মেলার সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার (জুয়েল), উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখার আমীর মাও ঃ মোঃ ইউনুস আলী খাঁন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, রাশ পূজা কমিটির পক্ষ থেকে রঞ্জন ঘোষ হিরু, বিএনপি তোড়িয়া ইউনিয়ন কমিটির সভাপতি আতাউর রহমান, ব্যবসায়ী আব্দুল খালেক , পল্লী প্রাণি চিকিৎসক আব্দুল কাদের প্রমুখ। প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মতে, মেলা আগামী ২০ নভেম্বর- ২০২৫ উদ্বোধন হয়ে চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার উপর ভিত্তি করে মেলার মেয়াদ বাড়তে পারে। প্রতিবারের ন্যায় এবারো আলোয়াখোয়া মেলায় গরু, মহিষ,ছাগল, ভেড়া, ঘোড়া ,কাঠ ও স্টীলের আসবাবপত্রসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বিপুল সমাহার থাকবে। এছাড়াও মনোমুগ্ধকর সুস্থ বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। মেলার সভাপতি জেলা প্রশাসক মোঃ সাবেত আলী ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান সুশৃঙ্খল পরিবেশে মেলা পরিচালনার ক্ষেত্রে দল মত নির্বেশেষে সবার সহযোগিতা কামনা করেছেন। এ সময় পুলিশ, বিজিবি, আনসার বাহিনীর প্রতিনিধি, উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, জাসদ, জাগপা,এনসিপি, গণ অধিকার পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতা পরবর্তী মহারাজা স্কুল মাইন ট্রাজেডী দিবস আজ শত শত বীর মুক্তিযোদ্ধার শাহাদত বরনের হৃদয় বিদারক ঘটনা আজও সবাইকে কাদাঁয়

পীরগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ

বিএনপি’র নেতা মনজুরুল ইসলামের পদচারনায় দিনাজপুর-১ আসনের মাঠ এখন চাঙ্গা

পীরগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজদের ভয়ে এলাকা ছাড়লো গাছিরা– খেজুরের গুড় তৈরি বন্ধ

বিরলে দুই গ্রুপের টানটান উত্তেজনায়  বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিরলে দুই গ্রুপের টানটান উত্তেজনায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বীরগঞ্জ দামাইক্ষেত্র গ্রামে গণহত্যা দিবস পালিত

কাহারোলে আলোক ফাঁদ ব্যবহার কৃষকদের কাছে জনপ্রিয়

কাহারোলে বিদ্যুৎ স্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু