Sunday , 26 October 2025 | [bangla_date]

আনন্দমুখর পরিবেশে অরবিন্দ শিশু হাসপাতালের ৩৮তম বার্ষিক সাধারন সভা

২৫ অক্টোবর শনিবার সকাল ১১টায় অরবিন্দ শিশু হাসপাতালের নিজতলা ১১৭নং কক্ষে আনন্দমুখর পরিবেশে অরবিন্দ শিশু হাসপাতালের ৩৮তম বার্ষিক সাধারন সভা-২০২৪-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সাধারন সভায় সভাপতিত্ব করেন কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুস সামাদ। শোক প্রস্তাব পাঠ করেন নির্বাহী সদস্য বিধান চক্রবর্তী বাসু। ৩৮তম বার্ষিক সাধারন সভা উপ-কমিটির আহবায়ক ও অরবিন্দ শিশু হাসপাতাল কমিটির সহ-সভাপতি মোঃ রেজাউল করিম। ৩৭তম বার্ষিক সাধারন সভার কার্যবিবরণী পাঠ করেন সহ-সভাপতি রণজিৎ কুমার সিংহ। হাসপাতালের সভাপতির আব্দুস সামাদ স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বলেন, দিনাজপুরে একটি অত্যাধুনিক পুর্ণাঙ্গ শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করে সমাজে চিকিৎসা সেবা প্রদান করা। বঞ্চিত শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ইতিমধ্যে আমরা অত্যাধুনিক যন্ত্রপাতি ও বিল্ডিং নির্মিাণের কাজ শুরু করেছি। ৩৮তম বার্ষিক সাধারন সভা-২০২৪-২০২৫ এর প্রতিবেদন পাঠ করতে গিয়ে কমিটির সাধারন সম্পাদক মোঃ শামীম কবির বলেন, দিনাজপুর স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বর্তমানে প্রচুর সুযোগ রয়েছে। সরকারি স্বাস্থ্য সেবার পাশাপাশি বেসরকারি পর্যায়ে গড়ে উঠা তথা উত্তরবঙ্গের মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদানে একটি মডেল হাসপাতালে রূপ নিয়েছে অরবিন্দ শিশু হাসপাতাল। আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন অরবিন্দ শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ প্রেম নাথ রায়। উপস্থিত আজীবন সদস্যদের মধ্যে মুক্ত আলোচনা করেন মোঃ আতিকুর রহমান নিউ, মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, শহিদুর রহমান পাটোয়ারী মোহন, সরদার শফিউল আলম বুলবুল ও মোঃ সালাউদ্দিন খোকন। প্রতিবেদন দুটি’র উপর আলোচনা শেষে হাত তুলে ও কন্ঠ ভোটের মাধ্যমে উপস্থিত সদস্যরা অনুমোদন প্রদান করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন খন্দকার সানজিদা জামান। এসময় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি সুনীল কুমার চক্রবর্তী, যুগ্ম সম্পাদক স্বরূপ বকসী বাচ্চু, মেডিকেল সম্পাদক আলহাজ্ব ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, সমাজকল্যাণ সম্পাদক রেজোয়ান হোসেন চৌধুরী রানা, শিক্ষা তথ্য ও যোগাযোগ সম্পাদক আলহাজ্ব মোঃ হারুন-অর-রশিদ, নির্বাহী সদস্য এ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম ঘুটু, শেখ আব্দুল রশিদ তোতা, মোঃ শফিউল্লাহ খান, কাশী কুমার দাস ঝন্টু, মোঃ মোস্তাফিজুর রহমান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের মরিচা শাখা আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক হেলাল নির্বাচিত

ইয়াসমীন ট্রাজেডির গণআন্দোলনে শহীদ সামু-কাদের-সিরাজ এর স্মরণ সভায় এমপি গোপাল

হরিপুরে মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এ আর ফাউন্ডেশন

রাণীশংকৈলে সাংবাদিকসহ ৫ জনের নামে অপহরণ ও ধর্ষণের মামলা

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে গোরক্ষনাথের শিব মন্দির রক্ষনাবেক্ষনের কারণে অযত্ন-অবহেলায় রয়েছে

বীরগঞ্জে ঘোড়াবান্দ উচ্চ বিদ্যালয়ের  নবনির্মিত ভবন উদ্বোধন

বীরগঞ্জে ঘোড়াবান্দ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর আর নেই

বীরগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ,  গুরুতর আহত ১

পঞ্চগড়ের সীমান্তে বিরল প্রজাতীর মুখপোড়া হনুমান উদ্ধার

হরিপুরে অবৈধভাবে সরকারি বালু বিক্রির দায়ে দুইজনের জেল