মোবারক আলী :ঠাকুরগাঁয়ের শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১৪ অক্টোবর মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও সদও ও রুহিয়া থানা বিএনপি’র বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,আমি আপনাদের সাথে দীর্ঘকাল ধরে এক সাথে কাজ করছি নির্বাচনে কখনো জয় হয়েছি কখনও হয়নি। কখনো রাজনৈতি ছেড়ে চলে যায়নি একিই ভাবে আপনারাও রাজনৈতি ছেড়ে চলে যাননি। এখন উত্তোরণের সুযোগ আমরা পেয়েছি এটাকে কাজে লাগাতে হবে এবং সাবধানে ও সর্তকতার সাথে পা ফেলতে হবে। আমাদের মনে রাখতে হবে সামান্য ভুলের কারণে আবার যেন সেই ফ্যাসিবাদের কবলে পড়তে না হয়। আর এফ্যাসিসদের আর ফেরৎ দেখতে চাইনা। তিনি আরো বলেন, সেই ফ্যাসিসদের সময় আপনারা কেউ ঘরে থাকতে পারেননি। প্রচন্ডশীতের মধ্যে ধান ক্ষেতে লুকিয়ে থেকেছেন, গাছের উপরে উঠে থেকেছেন নিজেকে রক্ষা করবার জন্য। আগামি ২৬সালে নির্বাচনে রাজনৈতিক ভবিষ্যৎ অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। আগামি নির্বাচন আমাদেও কাছে অত্যান্ত গুরুত্বপূর্ণ এ নির্বাচনের মধ্যামে গনতান্ত্রিক ব্যাবস্থায় ফিরে যেতে চাই। ১৫-১৬ বছর যারা ভোট দিতে পারেননি তারা ভোট দিয়ে যেন তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পাওে এবং নিজস্ব সরকার তৈরি করতে চায়।
তিনি আরো বলেন, রাস্তায় যারা আন্দোলন করছেন তা কাম্য নয়। আমরা সংস্কার চাই নির্বাচনের পরে সংসদে যে পাল্লামেন্ট তৈরি হবে তার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের সামনে কঠিন পরীক্ষা গনতন্ত্রের উত্তরণের কঠিন পরীক্ষায় উত্তীন হতে হবে আমাদের সমস্ত বাংলাদের মানুষকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। গণতন্ত্র হচ্ছে একমাত্র ব্যবস্থা যে ব্যবস্থা সব ধরণের মানুষের বিকাশের সুযোগ করে দেয়। যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকে,বিচার ব্যবস্থা স্বাধীন থাকে,পাল্লামেন্টে সবধরণের কথা বলার সুযোগ থাকে। সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,গণতান্ত্রিক রাষ্ঠ্রের বড় খুটি হচ্ছেন আপনারা, বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এবং সমালোচনার মাধ্যমে গণতন্ত্র টিকে থাকে আর এটাই হচ্ছে গণতন্ত্রে ধারক এখানেই গণতন্ত্রের সাফল্য। আমরা প্রত্যাশা করি আমাদের সংবাদ মাধ্যমের কাছে শুধুমাত্র চটকদার বা বেশি বিক্রি হবে এধরণের সংবাদ পরিবেশন করে যেন আমরা মুল জায়গা থেকে সরে না যাই।
অনুষ্ঠানে জেলা বিএনপি’র সভাপতি মির্জা ফয়সল আমিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সম্পাদক পয়গাম আলী,সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সদর সম্পাদক মাহবুব হোসেন তুহিন প্রমুখ।
উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে রাত ৮টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৌর বিএনপির সাথে মতবিনিময় সভায় মিলিত হবে।