আরডিআরএস এর কর্মশালায় ইউএনও মোকলেদা খাতুন মীম
দেশের সার্বিক উন্নয়নে সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর
ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে
বুধবার দিনাজপুরের কাহারোল উপজেলায় উপজেলা সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের আয়োজনে “সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম এর সভাপতিত্বে সরকারি সেবা প্রাপ্তি বিষয়ে নিয়ে উক্ত কর্মশালায় আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আখরাম হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সারোয়ার মোর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মোতাল্লেব সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবব্রত রায়। স্বাগত বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশের কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার সুমিত্র কুমার সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন টেকনিক্যাল অফিসার (কৃষি ও পরিবেশ) রবিউল আলম। কর্মশালায় আলোচকরা সেবা প্রাপ্তিতে অধিকতর অন্তর্ভুক্তির জন্য সবাইকে একসাথে কাজ করার কথা বলেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে। সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর ব্যক্তিদের নিয়ে আমাদের এখন প্রত্যেকেরই ভাবা দরকার। কারণ দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে প্রত্যেক নাগরিকেরই গুরুত্ব অপরিসীম। আসুন, তাদের পাশে দাঁড়াই।