রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ আমি হাসিনাকে নিষেধ করেছিলাম এত অত্যাচার নির্যাতন করবেনা । মানুষকে চলতে দেন,তাদের ভোটাধিকার ফেরৎ দেন, কিন্তু তারা তা করেনি এলা কুনঠে গেইল খুঁজেও পাওয়া যায়না হাসিনাকে কি এলা পাইল যা”ে ? আওয়ামীলীগ শেষ করে দিয়েছে দেশটা কে। এ অবস্থা আমরা কেন করবো যে অবস্থায় আমরা মানুষের কাছে দাঁড়ায়তে পারবো না। আরে ভাই বায়তুল মসজিদের খতিব পযর্šÍ পালিয়ে গেছে। এত অপকর্মের সঙ্গে জড়িত যে মসজিদের খতিব সহ পালিয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শিবদীঘি মোড়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আয়োজিত এক পথ সভায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি একটি পরিক্ষিত দল যার জন্ময় হয়েছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। আমরা কখনো মাথা নত করি নাই- আমরা গণতন্ত্রে বিশ^াসী, গণতন্ত্রের কোন বিকল্প নেই। তারেক রহমান দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে তিনি দেশে আসলে জনগণের জনসমুদ্রে পরিণত হবে। এবার হিন্দু সম্প্রদায়ের লোকেরাও বুঝতে পেরেছে বিএনপি’র কোন বিকল্প নেই। তাই জনগণ আমাদেরকে ভোটের মাধ্যমে ক্ষামতায় বসাবে। আগামিকাল সকল রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে, আমরাও স্বাক্ষর করবো যদি আমাদের সিদ্ধান্ত মেনে নেয়।
পথসভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সম্পাদক পয়গাম আলী,ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ জাহিদুর রহমান, সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, রাণীশংকৈল বিএনপি সভাপতি আতাউর রহমান,সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ,পীরগঞ্জ সম্পাদক জিয়াউল ইসলাম, জেলা পৌর সভাপতি শরিফুল ইসলাম,সম্পাদক মহশিন আলী,সাবেক কেন্দ্রিয় যুবদল নেতা কামাল আনোয়ার আহাম্মেদসহ দলীয় নেতাকর্মিরা।