কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে দিন-দুপুরে দোকানের তালা ভেঙ্গে চুরি সংঘটিত হয়েছে। গত ১০ অক্টোবর’২৫ শুক্রবার আনুমানিক দুপুর দেড় টার দিকে উপজেলা সদরে বলেয়া হাট যাওয়ার রাস্তা সংলগ্ন মেসার্স কৃষাণ ট্রেডার্স-এর কীটনাশককের দোকানে দিন-দুপুরে চোরেরা দোকানের তালা ভেঙ্গে দোকান ঘরে প্রবেশ করে দোকানে থাকা ১ লক্ষ ৪৫ হাজার চুরি করে নিয়ে পালিয়ে যায়। দোকান মালিক মোঃ আনছারুল ইসলাম জানান, শুক্রবার দিন জুমাআর নামাজের পূর্বে দোকান বন্ধ করে আমিসহ আমার কর্মচারীরা বাড়িতে চলে যায়। সেই সুযোগ বুঝে আমার কীটনাশক দোকানের তালা ভেঙ্গে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। তবে সিসি ক্যামেরা চেক করে দেখা গেছে, ২জন ব্যক্তি মুখে মাস্ক পড়ে আমার দোকানের সামনে মোবাইল ফোনে কথায় যেন কথা বলছে এইরূপ দৃশ্য দেখা যায়। কিন্তুু এখন পর্যন্ত চোরদেরকে শনা