ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি\ কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো”এই শ্লোগানকে সামনে রেখে ও কিশোরদের মধ্যে জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ বৃদ্ধি করা, যা তাদের ভবিষ্যৎ জীবন গঠনের সহায়ক উদ্দেশ্য নিয়ে দিনাজপুরের উৎসব মূখর পরিবেশে কিশোর কন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কিশোর কন্ঠ ফাউন্ডেশন,দিনাজপুর জেলা দক্ষিণ শাখার আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসার ৪র্থ থেকে ১০ম শ্রেনীর ৭৮৩জন শিক্ষার্থী উপজেলার রানীগঞ্জ সরকারি দ্বিতীয় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও রানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে ১১ টায় শেষ হয়।
এর আগে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সিলেবাস বিতরণ ও রেজিস্ট্রেশন ফরম পূরণের মাধ্যমে এবারের কার্যক্রমের সূচনা হয়।
মেধাবৃত্তি শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শকের দায়িত্বে ছিলেন কিশোর কন্ঠ ফাউন্ডেশন  দিনাজপুর জেলা দক্ষিণ শাখার সাবেক পরিচালক মো.শাহানুর আলমও মো.এনামুল হক,হল পরিদর্শকের দায়িত্ব ছিলেন ঘোড়াঘাট উপজেলা জামায়াতের আমির মো.মোফাফখায়ের ইসলাম মোল্লা, সিংড়া ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার। এসময় উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট উপজেলা কিশোর কন্ঠ ফাউন্ডেশনের পরিচালক কেন্দ্র প্রধানের দায়িত্ব থাকা মো. রাশেদ ও মো. সাকিব মিয়া।
কিশোর কন্ঠ ফাউন্ডেশন দিনাজপুর জেলা দক্ষিণ শাখার সাবেক পরিচালক মো. শাহানুর আলম বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরিক্ষার ফলাফল শেষে ট্যালেন্টপুল ও সাধারন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের এককালীন শিক্ষাবৃত্তি বাবদ নগদ অর্থসনদপত্রসহ ক্রেষ্ট প্রদান করা হবে। এছাড়াও তিনি আরও বলেন, সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রতিযোগীর জন্য থাকবে ল্যাপটপ পুরস্কার।

 
                    







 
                                    








