চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সাথে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ অক্টোবর সোমবার দুপুরে বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে ওরিয়েন্টেশনে আলোচনা করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ছারা তৈফুর তৈয়বা বেগমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে সহকারি শিক্ষক আনোয়ার হোসেন, মিজান উল আলম, আজিজুল হক শাহ প্রমূখ বক্তব্য রাখেন।
ওরিয়েন্টশনে সমাজের নানাবিধ অসঙ্গতি প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান জানানো হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।