চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে বন বিভাগের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
গত ১৩ অক্টোবর সোমবার বিকালে বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বন বিভাগের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন বন বিভাগের কর্মকর্তা মো. আবুল কাশেম।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ছারা তৈফুর তৈয়বা বেগমের সভাপতিত্ব করেন। এসময় সহকারি শিক্ষক ওয়ারাছাতুন নেছা, মানিক চন্দ্র রায়, আরিফুল ইসলাম, আজিজুন নাহার, তুষার কন্যা রায়, শাহনাজ বেগম, রুবিনা ইয়াসমিন, দয়াল রায়, আলিফনুর বানু প্রমূখসহ সকল শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০০ শিক্ষার্থীকে গাছের চারা প্রদান করা হয়।
















