ঠাকুরগাঁও প্রতিনিধি: জাঁকজমক ভাবে প্রথমবার ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে রহিমানপুরের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড বিএনপি সভাপতি লুৎফর রহমান লালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান সানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান হান্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, রহিমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি খোরশেদ আলম প্রমুখ। এছাড়াও বক্তব্য দেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ। বর্ধিত সভায় সকল ওয়ার্ডের নেতা কর্মী অসমর্থকেরা উপস্থিত ছিলেন।
উক্ত বর্ধিত সভায় সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কৃষ্ণপুর বিমানবন্দর এলাকার অর্ধশতাধিক আদিবাসী বিএনপিতে যোগদান করেন।