বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল দিনাজপুর পৌর শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার বিকেলে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্র’র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নবীন দল দিনাজপুর পৌর শাখার কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সবুজ আহম্মেদকে সভাপতি, মোঃ রফিক রাজুকে সিনিয়র সহসভাপতি, মোঃ মাসুদ রানাকে সাধারণ সম্পাদক, আল ইমরানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ নাহিদ ইসলাম নয়নকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী নবীন দল দিনাজপুর পৌর কমিটির নাম ঘোষণা করেন নবীন দল দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেন। পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) মোঃ আখতারুজ্জামান জুয়েল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-অর্থ বিষয়ক সম্পাদক রাজ্জাকুর রহমান রিপু, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক ও জেলা বিএনপির সদস্য মোঃ মনজুর মুর্শেদ সুমন।
জাতীয়তাবাদী নবীন দল দিনাজপুর জেলা শাখার সভাপতি মঞ্জুর আহম্মেদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবীন দল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবীন দল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু শাহিন।