জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে
শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে
যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে
— ডা: এ জেড এম জাহিদ হোসেন
ডা: জাহিদ বলেন, জাতীয়তাবাদী যুবদল হচ্ছে বিএনপি’র মূল শক্তি। গত ১৭বছরে ফ্যাসিস আওয়ামী সরকারের আমলে হাজার হাজার নেতাকর্মী অত্যাচার নির্যাতন নিপীড়ন ও জেল জুলুমের শিকার হয়েছেন। আমাদের দলীয় কোন অনুষ্ঠান করতে দেয়নি।
তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলনের ফসল হচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন। আর এই যুবশক্তিই হচ্ছে দেশের চালিকাশক্তি। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। আসন্ন নির্বাচনকে বানচাল করতে একটি অপশক্তি কাজ করছে। ঐক্যের মধ্যে ফাটল ধরিয়ে স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখলের চেষ্টা চালাচ্ছে। বিএনপি এটা হতে দিবে না।
দিনাজপুর জেলা যুবদল আয়োজনে ইনস্টিটিউট মাঠে সোমবার দুপুর সাড়ে ১২টায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত এবং একটি কেক কাটা হয়। কেক কাটার পর সেটি স্থানীয় একটি এতিমখানায় হস্তান্তর করা হয়, যা সংগঠনের মানবিক ও সমাজসেবামূলক দৃষ্টিভঙ্গির একটি অনন্য উদাহরণ সৃষ্টি করে।
এরপর দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ন রাস্তা অতিক্রম করে ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিতে জেলা, উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় ¯েøাগানে পুরো শহর মুখর করে তোলেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর জেলা যুবদলের সদস্যসচিব রেজাউর রহমান রেজা এবং সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহŸায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. জাহিদ। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ। বিএনপির বখতিয়ার আহমেদ কচি, সাধারণ সম্পাদক (সাময়িক স্থগিত) জেলা বিএনপি।
প্রধান অতিথি ডা. জাহিদ তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন। এই সংগঠনই ভবিষ্যতের রাষ্ট্র গঠনে নেতৃত্ব দেবে। এ দেশের তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা, দেশের উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে সম্পৃক্ত করা এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, আজকের যুব সমাজ যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তবে এই দেশ আবারও গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে অগ্রসর হবে। “যুবদল হচ্ছে বিএনপির প্রাণ। তারুণ্যের শক্তিই একদিন এই দেশের ভাগ্য পরিবর্তনের মূল চালিকাশক্তি হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যুবদল সবসময় অগ্রভাগে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।”
সমাবেশ শেষে যুবদলের নেতৃবৃন্দ বলেন,“যুবদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি নৈতিক ও দেশপ্রেমিক শক্তি। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত থেকে যুব সমাজকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”
দিনাজপুর শহরজুড়ে যুবদলের এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। তরুণ কর্মীরা ব্যানার, ফেস্টুন, বেলুন ও দলীয় পতাকা হাতে অংশ নেন।
অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে দিনাজপুরের বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, যুগ্ম সম্পাদক শাহীন সুলতানা বিউটি, দপ্তর সম্পাদক অধ্যাপক মোঃ আখতারুজ্জামান আখতার, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, বাবু চৌধুরী, প্রচার সম্পাদক, জেলা বিএনপি ও প্রমুখ।

















