‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ এ ¯েøাগানে দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।
দিনাজপুর জেলা পরিসংখ্যান অফিস এর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে র্যালী বের হয়। জেলা প্রশাসন চত্বর থেকে বণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক রফিকুল ইসলাম পরিসংখ্যান দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। বক্তব্যে তিনি বলেন, আমাদের প্রতিটি দিনই শুরু হয় পরিসংখ্যান দিয়ে। পরিসংখ্যান কি সেটা আমরা কমবেশি সবাই জানি। আধুনিক যুগে পরিসংখ্যান ছাড়া আমরা চলতে পারিনা। যে কোনো পরিকল্পনা ও উন্নয়নমূলক সিদ্ধান্ত নিতে হলে আমাদের নিকট পরিসংখ্যানগত সুবিন্যস্ত সঠিক তথ্য থাকতে হবে। বিশ্ব এখন পরিসংখ্যান বিষয়ে অনেক উন্নত।
এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, জেলা কৃষি উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আফজাল হোসেন , জেলা পরিসংখ্যান বিভাগের উপপরিচালক ইমরান হোসেন প্রধান সহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকতাবৃন্দ ,শিক্ষ প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।