ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষু ক্যাম্প ও অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জামালপুর উচ্চ বিদ্যালয়ে আন্ধেরী হিলফি বন জার্মানী ও জামালপুর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন চক্ষু শিবির কমিটির সভাপতি তাজউদ্দীন আহাম্মদ চৌধূরী (তাজু)।
জার্মানির সহযোগিতায় ফ্রি চক্ষু ক্যাম্প পরিদর্শন করেছেন আন্ধেরি হিলফি বন জার্মানির প্রতিনিধি দল।
এ সময় উস্থিত ছিলেন জামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, চক্ষু শিবির কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হক, ব্যবসায়ী আল মামুন খান, রফিকুল ইসলাম,আব্দুল্লাহ আল নোমান প্রমূখ। চক্ষু শিবিরে ৭ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা, ঔষধ ও ৩ শতাধিক রোগীর ফ্রিতে অপারেশন জন্য বাছাই করা হয়। আগামী ১৮ অক্টোবর দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল বাছাই কৃত রোগীদের অপারেশন সম্পন্ন হবে।
উল্লেখ্য দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতাল দীর্ঘ ১৮ বছর থেকে জামালপুর উচ্চ বিদ্যালয়ে আন্ধেরী হিলফি বন জার্মানী ও স্থানীয় জনসাধারণের আয়োজনে চক্ষু শিবির করে আসছে। প্রতি বছর ৫ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা ও শতাধিক রোগীর অপারেশন ফ্রিতে করা হয়ে থাকে।