রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল টি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠ থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা ট্রাফিক মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এসময় সমাবেশে বক্তব্য দেন, জেলা সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি ফজলে ইমাম বুলবুল,
সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান প্রমুখ।
বক্তব্যে বক্তারা বলেন, শিক্ষকদের ন্যায্যদাবি ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও কর্মচারীবৃন্দের
৭৫ শতাংশ উৎসব ভাতা দেয়ার জন্য জোর দাবি জানান। সেই সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের আন্দোলন চলবে বলে জানান বিএমজিটিএ ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃবৃন্দ।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে ঠাকুরগাঁও জেলার মাদরাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।