রোববার দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা বালুবাড়ী বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) বালুবাড়ী, দিনাজপুরের আয়োজনে এবং এমআরএ ও পিকেএসএফ ঢাকা’র নির্দেশনায় তারুণ্যের উৎসব-২০২৫কে সামনে রেখে হযরত (রাঃ) মা ফাতেমা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এমবিএসকের প্রধান নির্বাহী মোসাঃ সুলতানা রাজিয়া খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমবিএসকে’র উপদেষ্টা সৈয়দ মুস্তাহিদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন এমবিএসকে’র এসিসি মোঃ লিপন হোসেন, মনিটরিং অফিসার লুৎফুন্নাহার তুলি, এইচআর অফিসার মোর্শেদা পারভীন মলি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এমবিএসকে’র সহকারী এমআইএস কর্মকর্তা নুর নবী। পুরস্কার বিতরণ করতে গিয়ে উপদেষ্টা সৈয়দ মুস্তাহিদ হোসেন বলেন, বাংলাদেশ সরকারের উদ্যোগে তরুণদের বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে তারুণ্যের উৎসব করা হচ্ছে। এ উৎসবে এমবিএসকে ১৬ থেকে ৩০ অক্টোবর তারুণ্য উৎসবের কর্মসূচী পালন করছে। আমরা চাই তরুণরা মেধাবী হয়ে এ দেষকে বৈষম্য বিরোধী সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে।