তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বহুল পরিচিত খাবারের হোটেল বাংলা হোটেলের বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা তথ্য প্রচারের দাবিতে সংবাদ সম্মেলন করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হোটেল মালিক পক্ষ। ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারে অবস্থিত বাংলা হোটেলের দিত্বীয়তলায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মালিক পক্ষের পক্ষ থেকে আজিজুল হক ও আক্তার হোসেন উপস্থিত ছিলেন। কর্মচারীদের পক্ষ থেকে রফিকুল ইসলাম নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। তারা দাবি করেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। দুই দশকেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে পরিচালিত এই হোটেল স¤প্রতি কিছু ইউটিউবারের নেতিবাচক ভিডিওর কারণে নানা আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
মালিক পক্ষের আজিজুল হক বলেন গত শুক্রবার বিকেলে কন্টেন ক্রিয়েটর মোজাহের ভাই আমাদের হোটেলে খেতে এসেছেন বলে একজন ম্যানেজার টেবিলে এসে জানান, ভিআইপি মেহমান এসেছে, ভিআইপি আপ্যায়নে হোটেলে যত উন্নত খাবার আছে তা যেন পরিবেশন করে দেয়া হয়। সে অনুযায়ী আমরা কন্টেন ক্রিয়েটর মোজাহের ভাইয়ের সাথে আসা ১৭জনকে আপ্যায়ন করি। প্রত্যাশা অনুযায়ী খাবার পরিবেশন করা হয়। কিন্তু খাবার পর বিল দিতে এসে আপত্তি উঠে তাদের। ১৭ জনের খাবার বিল ৮হাজার টাকা বিল হওয়ায় তর্কবিতর্ক করতে থাকেন তারা। কিভাবে এতো টাকা বিল এসেছে তা জানতে না চেয়ে গোপনে তারা ভিডিও ধারণ করে।
হোটেল মালিক জানান, আমাকে কোন কথা বলার সুযোগ না দিয়ে তারা অকথ্য ভাষায় কথা বলতে থাকেন। বিলের বিস্তারিত জানানোর চেষ্টা করা হলেও তারা তা না জেনে গোপনে ভিডিও ধারণ করে এক হাজার টাকা বিল কম দিয়ে তারা চলে যান। পরের দিন বিকেলে জানতে পারি তারা সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে প্রচারনা চালান।
হোটেল মালিক পক্ষ আক্তার হোসেন বলেন তাদের আপত্তি ছিল একটি মুরগীর মাসের পিস নিয়ে । এরপরেও আমরা তাদের সম্মানে বিল থেকে এক হাজার টাকা কম নিয়েছি। দীর্ঘ ২১ বছর ধরে আমরা নিষ্ঠা, সততা নিয়ে সেবা দিয়ে আসায় কখনো এ ধরণের পরিস্থিতিতে আমাদের পড়তে হয়নি। বরঞ্চ আমাদের হোটেলের সেবা ও খাবার মান সন্তুষ্টিজনক হওয়ায় প্রচুর পর্যটকরা ফেসবুকে/ইউটিউবে প্রচার করেছেন। তাই এ ধরণের বিভ্রান্তিকর অপপ্রচার চালানোয় আমরা হতবাক হয়েছি। তাই এর তীব্রনিন্দা জানাচ্ছি।
কর্মচারী রফিকুল ইসলাম বলেন আমরা ৮ হাজার বিলের মধ্যে ১ হাজার টাকা কম নিয়েছি তারপরও ইউটিউবাররা গোপনে ভিডিও করে ভিউ ব্যবসার জন্য মিথ্য তথ্য ছড়িয়েছে ফেইসবুকে । পর্যটকরা আমাদের অতিথি। আমরা সবাইকে আপনজনের মতোই দেখি।
স্থানীয়দের দাবি , এটি একটি পরিকল্পিত অপপ্রচার, এবং ষড়যন্ত্রের মাধ্যমে তেঁতুলিয়া তথা পঞ্চগড়ের পর্যটন খাত ও স্থানীয় ব্যবসার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে।
স¤প্রতি ১৭ সদস্যের একটি পর্যটক দল কাঞ্চনজঙ্ঘা দর্শনে তেঁতুলিয়া সফরে এসে বাংলা হোটেলে দুপুরের খাবার খান। খাবারের বিল নিয়ে সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হলেও তাৎক্ষণিকভাবে সমাধান হয়। কিন্তু ওই পর্যটকদের কয়েকজন ইউটিউবার ঘটনাটির ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নানা বিভ্রান্তিকর মন্তব্য ছড়িয়ে পড়ে।
তেঁতুলিয়ার কবি ও লেখক হাফিজুর রহমান জানিয়েছেন, বাংলা হোটেল দীর্ঘদিন ধরে মানসম্মত খাবার, সাশ্রয়ী মূল্য ও আন্তরিক সেবার জন্য সুপরিচিত।

















