Wednesday , 1 October 2025 | [bangla_date]

তেঁতুলিয়া পিআইও অফিসে স্ব-পদে ৯ বছর কার্যসহকারী জহিরুলের খুঁটির জোর কোথায়

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রকল্পের আওতায় নিয়োগ প্রাপ্ত কার্যসহকারী মো: জহিরুল ইসলাম নিজের আস্থাভাজনের ঠিকাদারী লাইসেন্স দিয়ে নিজেই কাজ সম্পাদন করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একাধিকবার প্রিন্ট মিডিয়াই ও সামাজিক মাধ্যমে নিউজ প্রকাশিত হওয়ার পরেও অশুভ শক্তির কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। সামান্য একজন প্রকল্পে এ নিয়োগ প্রাপ্ত কার্যকরী সহকারী হয়ে নিজস্ব প্রাইভেট কারে ঘুরেন। এবং গড়ে তুলেছেন টাকার পাহাড়।

২০১৬ সালে যোগদান পর থেকে এখন পর্যন্ত স্বপদে বহাল তবিয়তে রয়েছেন। চাকুরি বিধি অনুযায়ী ৩ বছর পর পর বদলীর নিয়ম থাকলেও একই কর্মস্থলে দীর্ঘ প্রায় ৯ বছর ধরে চাকুরি করছেন। গত ফেব্রæয়ারী মাসে বদলীর অনুমতি হলেও টাকার বিনিময়ে বদলীর আবেদনটি বাতিল করেন। তিনি দীর্ঘ ৯ বছরে একই কর্মস্থলে কিভাবে রয়েছেন। জনমনে প্রশ্ন তার খুঁটির কোথায় এবং এর নেপথ্যে রহস্য কি?

অনুসন্ধানে জানা যায়, চাকুরীর শুরু থেকেই উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশানঘাট, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট স্থাপন, মেরামত ও সংস্কারের জন্য সরকারি ও বরাদ্দের বিল ভাউচারের মাধ্যমে জহিরুল ইসলাম কমিশনের নাম করে হাতিয়ে নেন বিপুল পরিমাণ অর্থ।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, একই কর্মস্থলে দীর্ঘদিন বহাল থাকার কারণে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পরেছে। তারা আরো বলেন, এই কর্মস্থল থেকে অন্যত্র অতিদ্রæত তাকে বদলী না করা হলে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড বাধাগ্রস্ত হবে। সেই সাথে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের উদ্ধর্তন কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই জহিরুল ইসলামের বিরুদ্ধে ইতিপূর্বে যে পরিমাণ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রচার হওয়ার পরেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেওয়ার কারণে সে আরো বেপড়োয়া হয়ে উঠে। কার্যসহকারী জহিরুল ইসলাম এখন পর্যন্ত এই কর্মস্থলে থাকে কিভাবে জনমনে প্রশ্ন।

আস্থাভাজনদের একাধিক ঠিকাদারী লাইসেন্স ব্যবহার করে গত ৯ বছরে সরকারি প্রকল্পের কাজ গুলো নিজেই সম্পাদন করেছেন। তার চাকুরীর এখতিয়ারের বাহিরে তিনি নানান ধরনের কাজ দেখাশুনা করে হাতিয়ে নিয়েছেন অর্থ গড়েছেন সম্পদ।

২০২১-২২ অর্থ বছরে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের নিবাস নির্মাণ প্রকল্পের সিংহভাগ কাজে শুরু থেকে শেষ পর্যন্ত মূল ঠিকাদারের দেখা মেলেনি। মূলত কার্য্য সহকারি জহিরুল ইসলামসহ আরেকজনকে দেখা যেত। শুধু নাম-পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র ব্যবহারের বিনিময়ে ঠিকাদারকে প্রকল্প অনুযায়ী একাধিক কিস্তিতে নির্দিষ্ট কমিশন দিতেন। অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের অভিযোগ তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিরা সরাসরি প্রকল্প বাস্তবায়নে জড়িত হওয়ার কারণে তারা জবাবদিহির আওতায় আসেনি।

জানা যায়, ২০২১-২২ অর্থ বছরের আওতায় তেঁতুলিয়া উপজেলায় অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের নিবাস নির্মাণ প্রকল্পে ৩৯ টি ঘর হয়। ৫ টি প্যাকেজে টেন্ডার হয়। প্রতি ঘরের বরাদ্দ ১৪ লাখ ১০ হাজার টাকা। এছাড়াও ইটের রাস্তার কাজ (এসবিবি) সম্পাদন
করেছেন।

তিনি যে ঠিকাদারীর লাইসেন্স ব্যবহার করেছেন, তা হলো- সুরমা ট্রেডার্স বোদা, রাদোয়া রুফাইদা ট্রেডার্স বোদা, ইত্যাদি আরো কমপক্ষে ১০ টির উর্দ্ধে ঠিকাদারী লাইসেন্স ব্যবহার করে নিজে ফয়দা লুটতেন। এখনো পর্যন্ত তিনি উদ্ধর্তন কর্মকর্তাদের আস্থাভাজন হয়ে ফয়দা লুটতেছেন, যেন দেখার কেউ নাই। যাদের ঠিকাদারী লাইসেন্স কাগজপত্র ব্যবহার করতেন নামে মাত্র তাদেরকে একটি কমিশন দেন। যা তদন্ত করলেই বেরিয়ে আসবে।
গোপন সুত্রে জানা যায়, কাজের মেয়াদ পূর্ণ হলেও ব্যবহারকৃত লাইসেন্স গুলোর বিপরীতে সিকিউরিটির অর্থ এখনো পরে আছে। জানা যায়, লাইসেন্স গুলোর অর্থ জহিরুল ইসলামের।

অনেকেই অভিযোগ করে বলেন সরকারের যত প্রকল্প লুটপাট করেছে সবগুলোই তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে আরোও বলেন, এখনি সময় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার।

অভিযোগের প্রেক্ষিতে কার্যসহকারী জহিরুল ইসলাম বিষয়টি অস্বীকার করেন।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে তেঁতুলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাইদুল ইসলাম বলেন, জহিরুল ইসলাম প্রকল্পের নিয়োগ প্রাপ্ত। তিনি দীর্ঘদিন থেকে আছেন।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার আজরোজ শাহীন খসরু বলেন, কার্যসহকারী জহিরুল ইসলাম প্রকল্পের নিয়োগ প্রাপ্ত, কিছু দিন আগে তার একটা বদলীর আদেশ হয়। বদলীর বিষয়ে আমার বলার কিছু নেই। আমি আসার পরে তিনি ঠিকাদারী করেনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

দিনাজপুরে ব্যতিক্রমধর্মী শিশু শিক্ষার্থীদের মানবিক সাহায্য প্রদান

বীরগঞ্জে ৯টি ইউনিয়নে ৪২জন নৌকা প্রত্যাশী

শান্তি সম্প্রীতির পঞ্চগড় গড়তে যুব ফোরামের মানববন্ধন

খানসামায় টিসিবি’র সয়াবিন তেল চুরির দায়ে আটক ১

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত রাজস্ব খাতে প্রক্রিয়াধীন শিক্ষকবৃন্দের মানববন্ধন ও স্মারকলিপি

হাবিপ্রবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে নিম গাছের চারা রোপণ

রাণীশংকৈলে ৫ইউপিতে নৌকার মাঝি হলেন যারা

বীরগঞ্জে চোখের চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

দিনাজপুরে পিকআপের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত