Thursday , 30 October 2025 | [bangla_date]

দিনাজপুরে আন্তর্জাতিক কেয়ারারস দিবস পালিত

নানা আয়োজনে দিনাজপুরে প্রথম বারের মতো আন্তর্জাতিক কেয়ারারস দিবস-২০২৫ (প্রতিবন্ধী ব্যক্তির কেয়ারার বা পরিচর্যাকারীদের আন্তর্জাতিক দিবস) পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
বুধবার সকাল ১০টায় সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)’র আয়োজনে ও কেয়ারারস ওয়ার্ল্ডওয়াইড ও ভিটল ফাউন্ডেশন এর সহযোগিতায় আন্তর্জাতিক কেয়ারারস দিবস-২০২৫ (প্রতিবন্ধী ব্যক্তির কেয়ারার বা পরিচর্যাকারীদের আন্তর্জাতিক দিবস) উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শিশু একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন ও নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। র‌্যালীতে ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে প্রতিবন্ধী ব্যক্তির কেয়ারার ও পরিচর্যাকারীরা অংশ নেয়। এর পূর্বে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
র‌্যালী শেষে দিনাজপুর শিশু একাডেমী অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, প্রতিবন্ধী ও অসুস্থ মানুষের পরিচর্যা একটি গুরুত্বপূর্ণ কাজ। কারণ এটি তাদের শারীরিক ও মানষিক সুস্থ্যতা নিশ্চিত করে। সমাজে তাদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করে এবং তাদের প্রতি মানবিক ও নৈতিক দায়িত্ব পালন করে। তিনি বলেন, মানুষের সেবা করার মাধ্যমে মহান আল্লাহ’র সন্তুষ্টি লাভ করা যায় এবং সমাজেও বিশেষ মর্যাদা পাওয়া যায়। এটি একটি মহৎ কাজ। যা ব্যক্তিকে উন্নত চরিত্রের অধিকারী করে এবং আল্লাহ’র প্রিয় পাত্রে পরিণত করে। এছাড়াও পৃথিবীতে মহান আল্লাহ’র সকল সৃষ্টিকে সেবা করার মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মো. আসিফ ফেরদৌস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওয়াহেদ ও শহর সমাজসেবা অফিসার মো. মঈনুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)’র এসোসিয়েট শেখ মো. আব্দুল লতিফ।
সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)’র সাইকো সোস্যাল কাউন্সিলর ববিতা আকতার নদী ও মো. রোকনুজ্জামান খান-এর সঞ্চালনায় প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠানে কেয়ারারস সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরেন প্রজেক্ট ম্যানেজার মুকুল কিসকু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান লুকাস সরেন, ফাজিলপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আজিজার রহমান, পল্লী শ্রী’র প্রজেক্ট কো-অর্ডিনেটর রওনক আরা নিপা, উদ্যোগের নির্বাহী পরিচালক উম্মে নাহার, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার, কেয়ারারস সীমা, আম্মাজান, আফসুন বেগম, নুরবানু, ইয়াম্মিন, বাবু, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)’র কমিউনিটি ফ্যাসিলিটেটর রাসেল রানাসহ অন্যান্য অতিথি ও কেয়ারারসবৃন্দ।
উল্লেখ্য, আয়োজকরা জানান, এর আগে দিনাজপুর জেলায় আন্তর্জাতিক কেয়ারারস দিবস-২০২৫ (প্রতিবন্ধী ব্যক্তির কেয়ারার বা পরিচর্যাকারীদের আন্তর্জাতিক দিবস) পালিত হয়নি। এবারই প্রথম দিনাজপুরে এই দিবসটি পালিত হলো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আলোচিত ঘোড়াঘাট ইউএনওকে হত্যা চেষ্টা মামলার রায় আসামী রবিউলের ১০বছরের কারাদন্ড

কাহারোলে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধনকালে এমপি গোপাল

ঠাকুরগাঁও জেলার বালিয়াতে জন্ম নেয়া আলামিনের স্বপ্ন পূরণ

বীরগঞ্জে নৌকা মার্কার মেয়র প্রার্থী’র নির্বাচনীয় পথসভা

আটোয়ারীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বোচাগঞ্জ২ নং ইশানিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান উৎপল রায় বুলুর শ্রদ্ধাঞ্জলি অর্পন

পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন : সভাপতি দাউদ, সম্পাদক বাবু

৯টি ধর্মীয় প্রতিষ্ঠানে সাড়ে চারলাখ টাকা অনুদান দিলেন এমপি দবিরুল ইসলাম

বীরগঞ্জে মহলিাকে মারপটিরে ঘটনায় ভাংচুর থানায় অভযিোগে গভীর রাতে বাড়-িঘরে অগ্নসিংযোগ

দিনাজপুর-১ আসনে চতুর্থ বারের মত নৌকা প্রতীকে মনোরঞ্জন শীল গোপাল এমপি মনোনয়ন পাওয়ার খবরে বীরগঞ্জ কাহারোলে আনন্দের জোয়ার